অনেক অনেক অনেক বছর আগে, তোমার হাতে আলতা ছিল।
তোমার চোখে স্বপ্ন ছিল, অষ্টহাসির কষ্ট ছিল।
অনেক অনেক অনেক বছর আগে...
যখন আমি আকাশ পাতাল ভেবে ভেবে মাতাল হতাম,
তখন তোমার কথা ভীষণ জ্যন্ত ছিল, তোমার গানে মন্ত্র ছিল,
সবাক গানে অবাক হতাম!
অনেক অনেক অনেক বছর আগে...
অনেকখানি আকাশ ছিল, মেঘও ছিল ভীষণ গাঢ়ো,
ঢেউয়ে তখন জীবন ছিল, বাতাস ছিল ভীষণ ঝড়ো!
আমার তখন অনেক অনেক অনেক গুলো গল্প ছিল।
মদের নেশা আমার ছিল তুঙ্গে তখন,
তোমার বারণ আমার ছিল সঙ্গে তবু-
তোমার ঠোঁটে অনেক অনেক বকা শোনার ইচ্ছে হতো।
তখন আমি মাতাল ভীষণ, ভীষণ মাতাল।
অনেক অনেক অনেক বছর আগের কথা......
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৭ রাত ১২:৫১