
নিক্রপলিস নৈঃশব্দ্যে ডুবে যাচ্ছি , ক্রমশ ...
আমার নিঃসঙ্গ সময় বয়ে চলে
বিমূর্ত এক সন্ধ্যা-চিত্রের আহবানে ,
নিহত আলোক-নির্জনতায় –
জড়ো হয় অজস্র শাদা প্রজাপতি !
অন্তর্বর্তী জাদুঘরগুলো পেছনে ফেলে
আমি পেরিয়ে যাই -
প্রিয়তম রাত , সবুজ অন্ধকার !
করতলে লুকিয়ে রেখে গোপন নদী
জবা-পাতায় লিখি অনিদ্রার গান , ভাবি –
সব ফুল কেন ছড়ায় না সুবাস ? অথবা
ফ্রন্ট-লাইট জ্বালিয়ে কারা পেরিয়ে যায় জেব্রা-ক্রসিং ?
তৃষ্ণার স্নায়ুতল বেয়ে নেমে যায়
শীতল শিশির অথবা -
স্বপ্নশহরে প্রবেশ করে –
ঘুমঘোর ছায়াচ্ছন্নতা ,
নিঝুম উপত্যকায় দুজন বিপরীত অশ্বারোহী
ভুল রাতে ভুল বৃষ্টিতে -
লড়ে চলে ডুয়েল , দীর্ঘশ্বাস !
আমি সে দৃশ্যের অগ্রভাগে
সাইলেন্সার স্থাপন করে পাল্টে দেই
জলরঙ ক্যানভাস !
এখন এখানে গভীর সঙ্গীত ,
মনোজাগতিক বিভ্রম ,
অন্ধকার এবং বিষণ্ণতা !
**
* পোষ্ট এডিটেড এন্ড রিভাইসড !