“এই কাটাটার জঙ্গীবিমান এই পতাকা রাষ্ট্র নয়” ভাবতাম ইন্টারনেটের ক্ষেত্রে মনে হয় এই কথাটা সত্যি। তার পরও বিভিন্ন সাইটে “This Website Is Not Available In Your Country” এই জাতীয় লেখা দেখা আমাদের কাছে বেশ কমন একটা ব্যাপার।
আমরা দুর্বল গরিব দেশ, তাই এই জাতীয় কথা খুব সহজেই মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না।
আচ্ছা, এখন যদি আপনি কোন ভিনদেশী মানে ইউক্রেনের কোন ওয়েব সাইটে তাদের কোন পণ্যের জন্য শুধু মাত্র বাংলাদেশীদের জন্য বিশেষ ছাড় দেখেন, আবার ছাড়টা যদি হয় ৭১% (মানে ১৯৭১ এর ৭১) তাহলে আপনার কেমন লাগবে?
আমারত চোখে পানি এসে গিয়েছিল!!
সাইটটার ঠিকানা
বিস্তারিত কাহিনী এখানে পাবেন।
সংক্ষেপে কাহিনীটা হচ্ছে- সিবলি ভাই তাদের তৈরি এপ্লিকেশনটিতে বেশ কিছু বাগ পান, যেগুলোর ফাঁকফোকর ব্যাবহার করে তাদের ক্ষতি করে নিজে নিজে গর্ব বোধ করতে পারতেন, কিন্তু তিনি তা না করে, তাদেরকে তাদের সমস্যাগুলো জানিয়ে উপকার করার মাধ্যমে সমগ্র বাঙ্গালী জাতীকে গর্বিত করেছেন।
আমাদের বর্তমানের বীর সিবলি ভাইকে সালাম।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৭