একটা রিট করতে চাই।
কেমন খরচ হতে পারে? আর নিয়ম কি?
এ বিষয়ে জরুরী সাহায্য দরকার।
কালকে কোর্টে গিয়ে দেখি এই গরমের মধ্যে সব উকিলরা একটা জামার উপর কোট তার উপর আবার আরেকটা হাস্যকর দেখতে জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছে। এসবের নিচে আবার একটা স্যান্ডো গেঞ্জিও থাকতে পারে, আমি ঠিক বুঝতে পারি নি।
যাই হোক এই গরমের মধ্যে এই জাতীয় পোষাক পরার নিয়ম রাখাকে, আমার কাছে সুষ্পষ্ট মানবাধিকার লঙ্ঘন বলে মনে হয়েছে।
তাই মহামান্য আদালতের কাছে একটা নালিশ দিতে চাই। কিন্তু এ বিষয়ের নিয়ম সম্পর্কে আমার একেবারই ধারনা নেই।
কাজেই অভিজ্ঞরা যদি বুদ্ধি দিয়ে সাহায্য করতেন তাহলে খুবই খুশি হতাম।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩১