পশুর নাম থাকে না। থাকেনা আলাদা পরিচয়। থাকেনা ঠিকানা। আছে শুধু সংখ্যা। সুন্দর বনে ৪০০ বাঘ আছে। যেমন আমরা ১৭ কোটি জনগন। এর ভেতর থেকে আমি আলাদা। রাষ্ট্র আমাকে পরিচয় পত্র দিয়েছে।
আমি বি,এন,পি অথবা জামাত করি। আমাকে ক্রস ফায়ার দিতে পারে! হয়ত কম কষ্টে হত্যা করা। ভোট চাওয়া একটা অপরাধ। আর ভোট দিয়ে যারা নির্বাচিত হবে তারাও অপরাধী।
যেমন আমাদের ভোটে নির্বাচিত এখন কারাগারে। মেয়রদের কারাগারে রেখে শাশোকরা ক্ষান্ত হয়নি তাদের পদও কেড়ে নেওয়া হবে। আমরা এমনি ঘৃর্নিত একজাতী। ভোট চাইতে পারব না আর ভোট দিতেও পারব না। ভোট দিলে আমাদের সিলেক্টেড নেতারা জেলে চলে যাবে। হয়ত মানুষিক কষ্টটা দেখেনা সরকারকে ধন্যবাদ যে তারা আমাদের শারিরিক কষ্টটা দেখে। তাই ৫৬গুলি করে দ্রুত মৃতু নিশ্চিত করে।
আমার একটি জাতীয় পরিজয় পত্র আছে। রাষ্ট্র আমাকে স্বীকৃতি দিয়েছে আমি পশু না আমি মানুষ। কিন্তু আমি যদি গুম হই।
আমাকে গুম করার আগে আমার জাতীয় পরিচয় কেড়ে নিন। মানুষ হারিয়ে যাবে পড়ে থাকবে তার পরিচয় পত্র?