প্রথমেই কুপিকাটাকুম ঝর্ণার ছবি:
এরপর মিঠাছড়ি ঝর্ণার ছবিঃ
বর্ষার সময় গেলে এই ঝর্ণাটি অসাধারণ দেখায়। আমার এক পরিচিত বড়ভাই এই বর্ষায় ঝর্ণাগুলো দেখে এসেছেন। তার ক্যামেরায় মিঠাছড়ি ঝর্ণার দৃশ্যঃ
সবশেষে বান্দরকুম (বান্দরিছড়া) ঝর্ণার দৃশ্যঃ
যাত্রাপথের বর্ণনাঃ
চট্টগ্রামের মিরসরাই এর নাপিত্তাছড়া ঝর্নার কথা আগেই শুনেছিলাম। সময় সুযোগ হওয়াতে এবার বন্ধুরা মিলে ঘুরে আসলাম সেখান থেকে। নাপিত্তাছড়া যেতে হলে মিরসরাই এর নদুয়ার বাজার/হাট (নদুইয়ার/নয়দুয়ারীর বাজার/হাট) যেতে হয়। নদুয়ার বাজার নেমে শুনলাম ঝর্না নাকি আসলে ৩ টা। শুনে ভালোই লাগল। তবে ঝর্নার নাম গুলো স্পষ্ট করে বুঝতে পারলাম না। আগে শুনেছিলাম ঝর্ণার নাম নাপিত্তাছড়া। এখন শুনলাম ঝর্ণা তিনটার নাম হলো কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম বা বান্দরিছড়া। আর ঝর্ণাগুলোতে যাওয়ার ঝিরিপথটাকে সম্ভবত নাপিত্তাছড়া বলে। যাইহোক, নদুয়ার বাজার থেকে আমরা যাত্রা শুরু করলাম। কিছুদূর যাওয়ার পর গ্রাম থেকে একজন গাইড নিলাম। এরপর পাহাড়ী অরণ্যে ঝিরিপথ বরাবর আমরা চলতে শুরু করলাম। ঝর্ণা ৩টি বেশি দূরে নয়। ৩০/৪০ মিনিট যাওয়ার পর প্রথম ঝর্ণা কুপিকাটাকুম পেয়ে গেলাম। অনেক সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণাতে পানির পরিমাণও ভালোই। ঝর্ণাটির সামনের পানির অংশটি কিছুটা গভীর। তাই একেবারে ঝর্ণার সামনে যেতে হলে আপনাকে সাঁতার কেটে যেতে হবে। ঝর্ণার পানি বেশ ঠান্ডা। এখানে কিছুক্ষণ থাকার পর ২য় ঝর্ণার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। ২য় ঝর্ণাতে যাওয়ার সময় ছোট একটি পাহাড়ের প্রায় খাড়া একটি ঢাল বেয়ে উপরে উঠতে হয়। এসময় কিছুটা সতর্ক থাকতে হয়। যাই হোক, ঝর্ণাটি বেশ কাছেই। ২০ মিনিটের মধ্যেই আমরা পরের ঝর্ণা মিঠাছড়িতে পৌঁছে গেলাম। ঝর্ণাটির উচ্চতা বেশ। উপর থেকে পানি পতনের সময় অর্ধেকটা অংশ পার হবার পর দুই ভাগ হয়ে দুই দিকে পানি পড়েছে। বর্ষা না থাকায় ঝর্ণাটিতে পানির পরিমাণ বেশ কম ছিল। বর্ষার সময় এই ঝর্ণাটি খুব সুন্দর দেখায়।
এখানে কিছুক্ষণ থাকার পর আমরা ৩য় ঝর্ণাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রায় ৪০/৪৫ মিনিট ঝিরি পথ বরাবর হাটার পর আমরা ঝর্ণাটি পেয়ে গেলাম। এই ঝর্ণাটিও বেশ সুন্দর। ৩টি ঝর্ণার মধ্যে এই ঝর্ণাটির উচ্চতা সবচেয়ে বেশি। এখানে আসার কিছুক্ষণ পর হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা আবার ফিরতি পথে রওনা হলাম সুন্দর কিছু মুহূর্তকে সাথে নিয়ে।
ঝর্ণাগুলোতে যাওয়ার ঝিরি পথের কিছু দৃশ্যঃ
কিভাবে যাবেনঃ
আপনাকে চট্টগ্রামের মিরসরাই এর নদুয়ার বাজার যেতে হবে। বাসে চট্টগ্রাম গেলে আপনি যাত্রার সময়ই সহজে মিরসরাই এর নদুয়ার বাজার নেমে যেতে পারবেন। যদি বাসের ড্রাইভার নদুয়ারহাট না চেনে তবে মীরসরাই বাজারে নেমে সিএনজি করে নদুয়ার হাট যেতে পারবেন। জনপ্রতি ১০টাকা নেবে লোকাল সিএনজি। কিন্তু আপনি যদি ট্রেনে করে চিটাগাং শহরে নামেন, তাহলে আবার বাসে করে প্রায় দেড় ঘন্টার উল্টা জার্নি করে আপনাকে মিরসরাই আসতে হবে। চিটাগাং শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস মিরসরাই যায়। ভাড়া পার পার্সন ৮০ টাকা। এই বিরক্তিকর উল্টা জার্নি না করতে চাইলে ট্রেনে করে চিটাগাং না আসাই ভাল। যাই হোক, মিরসরাই এর নদুয়ার বাজার থেকে ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। কিছুদূর যাওয়ার পর গ্রাম থেকে একজন গাইড নিয়ে নিবেন। গাইডকে ৪০০/৫০০ টাকা দিতে হবে। আর একটা কথা, ঝর্ণাতে যাওয়ার ঝিরি পথটা অনেক সুন্দর। তেমন কোন রিস্ক কোথাও নেই। এজন্য বর্ষার সময় আসাটাই সবচেয়ে ভাল সময়, তাহলে ঝর্ণার সর্ব্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই ভ্রমণ একদিনের তাই থাকার দরকার পড়বেনা তবু নিতান্তই রাতে থাকতে চাইলে মীরসরাই বা সীতাকুন্ডে নিন্মমানের হোটেল পাবেন। ভালো হোটেলে থাকতে চাইলে চট্টগ্রাম চলে আসতে হবে। নদুয়ারহাটে দুপুরের খাবারের ব্যবস্থা নাই। এক্ষেত্রে মীরসরাই বাজারে এসে খেতে পারবেন
আর একটা কথা হল, চট্টগ্রামও কিন্তু ম্যালেরিয়াপ্রবণ একটি এলাকা। সাধারণত ম্যালেরিয়া প্রবণ এলাকাতে যাওয়ার আগে সতর্কতা হিসেবে যাত্রা শুরুর আগের ১ সপ্তাহ থেকে যাত্রা শেষ হবার পর ৪ সপ্তাহ পর্যন্ত ডক্সিসাইক্লিন ট্যাবলেট(১০০মি.গ্রা.) খেতে হয়। তারপরও পাহাড়ী এলাকাতে যাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে যাবেন।
ধন্যবাদ সবাইকে।
নাপিত্তাছড়া ট্রেইল: পাহাড়ী অরণ্যঘেরা কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম ঝর্ণার খোঁজে (ভ্রমণ কাহিনী)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন