নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার কে বা কাহারা করে থাকেন, কোন কোন পরিবারের দৈনন্দিন বাজার করতে হয়, খুব সম্ভব এই দেশের জনগণ সঠিক জানেন না। খুব সম্ভব জানেন না এই কারণে, আমি কখনো দেখিনি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে কেউ লেখালেখি করেছেন। আলোচনা করেছেন। তর্ক বিতর্ক করেছেন। সমাধান চেয়েছেন। তবে এই দেশে যেই বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তা হচ্ছে: - রাজনীতি আর ধর্ম। যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা নিজ নিজ এলাকায় গ্রামের মেম্বার ইলেকশানে পাশ করবেন কি না সন্দেহ। আর যারা ধর্ম নিয়ে আলোচনা করেন তারা নিজে কতোটুকু ধর্ম মানেন তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে।
আমার আলোচনার বিষয় রাজনীতি বা ধর্ম নয়। আলোচনার বিষয় দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর। মানুষের মৌলিক অধিকারের অন্যতম প্রধান বস্তু “খাদ্য”। আজ শুক্রবার তারিখ ০৪-১০-২০২৪ ইংরেজি। আজকের বাজার দর: -
নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাজার
চাল = ৭০/- টাকা কিলোগ্রাম (বাজারের সবচেয়ে সস্তা চাল)
আটা = ৬০/- টাকা কিলোগ্রাম
পাঙ্গাস মাছ = ২২০-২৫০/- টাকা কিলোগ্রাম (১-২ কিলোগ্রাম ওজন) বাজারের সবচেয়ে সস্তা মাছ
তেলাপিয়া মাছ = ২৫০/- টাকা কিলোগ্রাম (মাঝারি আকার, ৩/৪ টি মাছে ১ কিলোগ্রাম)
ফার্মের ডিম = ১৬০/- টাকা ডজন (৫৫/- টাকা হালি)
মশুরের ডাল = ১২০/- টাকা কিলোগ্রাম
আলু = ৬০/- টাকা কিলোগ্রাম
সবজি = ৮০/- টাকা কিলোগ্রাম (সকল প্রকার সবজি - পটল, চিচিঙ্গা, ঢেঁড়স, বেগুন, করলা ইত্যাদি)
লাউ = ৮০-১০০/- টাকা প্রতিটি
টমেটো = ১৬০/- টাকা কিলোগ্রাম
পেঁয়াজ = ১১০/- টাকা কিলোগ্রাম
কাঁচা মরিচ = ৩০০-৩৫০/- টাকা কিলোগ্রাম
সয়াবিন তৈল = ১৮০/- টাকা লিটার
সুত্র: বাংলাদেশের সকল বাজারের দর (১,৪৭,০০০ বর্গ কিলোমিটার দেশের প্রতিটি বাজারের দর)
আত্মকথা: - বাংলাদেশের মানুষের জীবন যাপন কোথায় আছে, কেমন আছে, আর কেমন করে চলছে - এই বিষয়ে কারো কোনো আগ্রহ কোনো কালে ছিলো না। ভবিষ্যতেও এই বিষয়ে কেউ আগ্রহ করবে না। কারণ, এই দেশে যে বা যাহারা ক্ষমতায় যায়! তাদের পেট এতো বড় হয়! এতো বড় হয়! - যে তিমি মাছও তাদের পেটে কাচকি মাছের আকৃতি ধারণ করে। এতো বড় পেট নিয়ে কখনও দেখতে পায় না দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেমন আছে? হয়তো, আস্ত পৃথিবী এদের পেটে ভরে দিলেও এত্তো বড় পৃথিবী এদের পেটে টিকটিকির ডিমের আকৃতি ধারণ করবে। (মনে হয়)
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৯