অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের বাজারে কেনো কিভাবে কখন আগুন ধরেছে আমরা কেউ জানিনা - সেই দীর্ঘদিন যাবত! যা আমরা হয়তো লক্ষ্যই করছি না। কেনো লক্ষ্য করছি না? হয়তো ভাবছি অন্যের ঘরে আগুন ধরেছে, অন্যের বাজারে আগুন ধরেছে তাতে আমার কি? আমার কি আসে যায়? আমার জানা ও আমার দেখা দীর্ঘকাল ধরে দেখছি - আগুনের মতো ভয়াবহ ভয়ংকরের কাছে পৃথিবীর ইতিহাসের কোনো মহামারী দাাড়াতে পারে নি, পারবেও না। বাজারের আগুন আমি দেখেছি - সঙ্গত কারণে সময় সাল উল্লেখ করছি না। সেই আগুনের কাছে করোনা মহামারী দুধভাত। করোনা মহামারী নিতান্ত দুধভাত ছিলো।
আজ ০৪/১১/২০২২ রোজ শুক্রবার। বাজারে ডিমের দর ১৪০-১৫০ টাকা ডজন। ফার্মের মুরগীর ডিম। এই বছরের শুরুর দিকে যার দর ছিলো ৯০-৯৬ টাকা ডজন। হয়তো অনেকেই এই ডিমের মূল্যবৃদ্ধির পেছনে জ্বালানী তৈলের মূল্যবৃদ্ধির কারণ মনে করতে পারেন। সমস্যা হচ্ছে এক ডজন ডিমের জন্য কখনো এক লিটার তৈল খরচ ধরা যায় না। অন্য কিছু কারণ আছে। আর সেই অন্য কারণটি হচ্ছে ঝালমুড়ি চানাচুর ফেরিওয়ালা ও ঝালমুড়ি চানাচুর বিক্রেতার দ্বারা মূল্য নির্ধারণ। ৬০ টাকা কিলোগ্রাম মুড়ি সামান্য মসলা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ১০ টাকায় ১০ গ্রাম ঝালমুড়ি। আর ১২০ টাকা কিলোগ্রাম চানাচুর সামন্য মসলা তৈল ও শষা পেঁয়াজ দিয়ে ১০ টাকায় ১০ গ্রাম চানাচুর মিশ্রন। মাত্র। (“মাত্র” শব্দটির সাথে যারা পরিচিত নন তাদের জন্য আগামীতে বেশী সমস্যা হবে, সময় ও সুযোগ হলে “মাত্র” নিয়ে লিখবো)
বিচিত্র কারণে বাজার নিয়ন্ত্রণ চলে গিয়েছে খুবই নিম্ন মন মানসিকতার মানুষের হাতে। যারা আট - দশবার খাবলা দিয়ে দিয়ে মুড়ি চানাচুর উঠালেও ১০ গ্রামের বেশী মুড়ি চানাচুর টিনের পটে উঠাতে পারে না। সেই মুড়ি চানাচুর খুবই নোংরা একটি কাগজের ঠোঙ্গাতে দেওয়া হবে, যেই কাগজে কতো মানুষের নোংরা হাত পরেছে কতো মানুষের নোংরা পা পরেছে চিন্তা করতেও মাথা ব্যথার কারণ হবে।
পরিশিষ্ট: গত বছর ২০২১ সনে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে মূল্যবান আলু খাওয়ার ভাগ্য হয়েছে। আলুর বাজার দর উঠেছিলো ৫০-৬০ টাকা কিলোগ্রাম। আর ২০১৯ সনে খুব সম্ভব পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ মূল্য বাংলাদেশে ২৫০ টাকা কিলোগ্রাম পেঁয়াজ খাওয়ারও সৌভাগ্য হয়েছিলো। “হারামজাদা” বলে গালি দিতে ইচ্ছে করে, কিন্তু সভ্য সমাজ সভ্য সমাজ মনে করে আমরা অসভ্যর মতো চুপ করে থাকি আর এটিই সকল সমস্যার মূল।
একটি প্রশ্ন: আজ নিম্নবিত্ত আয়ের মানুষ ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ আহত হচ্ছেন নিহত হচ্ছেন। কিন্তু আগামী কাল আমি বা আপনি আহত হবো না বা নিহত হবো না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা আছে কি?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫০