বাবা অন্ন বস্ত্র বাসস্থান
বাবা খোলা আসমান,
বাবা শক্তি আর বিশ্বাস
বাবা বুক ভরা এক নিঃশ্বাস
বাবা দিনের পর রাত, আর রাতের পর দিন
বাবা মায়ের চুড়ি কপালের টিপ, আর শাড়ি রঙিন।
বাবা শিশুর সকল স্বপ্ন
বাবা ত্রিভুবনের রত্ন।।
আত্মকথাঃ করোনাকালে সন্তানের অসুস্থতায় অসংখ্য বাবাকে দেখেছি সন্তানকে কোলে করে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল দৌড়াচ্ছেন। অক্লান্তভাবে হাসপাতালের এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাচ্ছেন। তিনি একজন বাবা। আর অসুস্থ যিনি কোলে - তিনি এই হিমালয়সম বাবার সন্তান। হিমালয় যেমন মেঘকে ভালোবেসে গায়ে মেখে রাখছেন অনন্তকাল, ঠিক তেমনই সকল বাবা তাদের সন্তানদের গায়ে মেখে রাখছেন কি রোদ কি বৃস্টি কি রোগ আর কি মহামারী!
সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসার কাছে স্মরণকালের ভয়াবহ করোনা নামক মহামারী পরাজিত হয়েছে এরচেয়ে বড় প্রাপ্তি আর কিছু আছে বলে আমার জানা নেই। পৃথিবীর সকল বাবা সুখে থাকুন, শান্তিতে থাকুন আর পৃথিবীর সকল সন্তান থাকুন দুধেভাতে।
কৃতজ্ঞতা স্বীকারঃ সামহোয়্যারইন ব্লগ।
ছবিঃ দ্য ফ্যামিলি
উৎসর্গঃ লেখাটি উৎসর্গ করছি ব্লগার রক বেনন ভাইকে। যিনি নিজের লেখালেখির পাশাপাশি অন্যান্য ব্লগারদের লেখালেখির প্রতি আগ্রহী করে তুলেন।