অতীত কখনো ভুলতে নেই
মরচে ধরা অতীতকে টান টান করে বর্তমানে টেনে ধরতেও নেই,
বর্তমান সময়ে অতীতকে যারা মনে রাখেন
ভবিষ্যৎ তাদের।।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
তারিখ: অগাষ্ট ০৩, ২০২০
উৎসর্গ: কথামালা’টি উৎসর্গ করছি আমার প্রিয় ব্লগার অন্তরন্তর ভাইকে, যিনি সামহোয়্যারইন ব্লগকে খুবই পছন্দ করেন এবং সামহোয়্যারইন ব্লগের সুখ দুঃখের সঙ্গী। একজন সত্যিকারের বড় হৃদয়ের মানুষ, দীর্ঘদিন যাবত ব্লগে জড়িত আছেন, তিনি সকল ব্লগারদের লেখা পড়তে পছন্দ করেন এবং খুবই সুন্দর ও গঠনমূলক মন্তব্য করেন।
ছবি: গুগল
কৃতজ্ঞতা স্বীকার: সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২০ ভোর ৪:০৭