প্রিয় রাজীব নুর ভাই,
আপনি ব্লগের হিমু। আপনি ফ্রন্ট পেজে নেই, মনে হচ্ছে ব্লগে কি যেনে নেই - কে যেনো নেই! আপনাকে আমরা সবাই কি পরিমান ভালোবাসি তা বলার অপেক্ষা রাখে না। প্রিয় রাজীব নুর ভাই, আপনি চিন্তামুক্ত থাকুন, আপনি অবস্যই একজন ভাগ্যবান মানুষ, আপনাকে ব্লগের সকল ব্লগার বৃন্দ কি পরিমান ভালোবাসেন - আজকে এমন দিন যদি না আসতো তাহলে হয়তো কখনো বুঝতে পারতেন না। তাই দুঃসময়ে ধৈর্য্য ধারণ করুন। আশা করি আপনি দ্রুত মুক্তি পেয়ে আমাদের মাঝে আপনার “রাস্তায় পাওয়া ডায়েরী, টুকরো টুকরো সাদা মিথ্যা, আমাদের শাহেদ জামাল, এই সমাজ” সিরিজ নিয়ে পুরোদমে চলে আসতে পারবেন।
গত বছর ২০১৯ সনে প্রায় আট মাস ব্লগ বন্দী ছিলো, রাত বিরাতে আমরা যারা ব্লগিং করেছি তখন হয়তো আমরা কোনো না কোনো ভাবে একজন আরেক জনের সাথে আত্মার আত্মীয় হয়ে উঠেছি। আত্মার আত্মীয়দের মধ্যে কতো জনের নাম বলবো? - নাম লিখে হয়তো ভুলে করে কারোও কারোও নাম বাদ পরে যেতে পারে! তাই মনের ভুলেও কাউকে মনে কষ্ট দিতে চাচ্ছি না। ব্লগের সকলের কাছে আমি কৃতজ্ঞ। পুরাতন ব্লগার থেকে নতুন ব্লগার, এমন কি যেই ব্লগার ভবিষ্যতে সামহোয়্যারইন ব্লগে রেজিষ্ট্রেশন করবেন তার প্রতিও আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।
রাজীব নুর ভাই, আপনার পাশে সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার আছেন। অতএব আপনি মন খারাপ করবেন না, মনে কষ্ট নিবেন না। আপনি দ্রুত নিরাপদ হয়ে আমাদের মাঝে আসছেন - এই কামনায়।
ব্লগার রাজীব নুর ভাই সহ সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগারদের শুভ কামনা করছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, প্রিয়জনের সাথে থা্কুন, নিরাপদ থাকুন।
বিনিত আপনাদের সহ ব্লগার,
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
৯ই জুন, ২০২০ ইং
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩১