আফ্রিকার গহীন জঙ্গলে বর্তমান ও আবহমান সমস্যা আলোকপাত করে একটি গোল টেবিল বৈঠক যথা “নারী ও শিশু নির্যাতন সহ ধর্ষণ হত্যায় সমাজের করণীয়” শীর্ষক সেমিনার। সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের গোল টেবিল লম্বা টেবিল চিন্তিত বৈঠক - আলোচনার বিষয়বস্তু নিয়ে কম্পিউটারে টাইপকৃত এ ফোর সাইজ হোয়াইট পেপারে প্রিন্ট করা একটি গাইডবুক। যা স্পাইরেল বাইন্ডিং করা, গাইডবুকে কিছু মানবাতাবাদী এনজিওর বিজ্ঞাপণ সহ তাদের ফোন নাম্বার ই-মেইল ও ওয়েবসাইট এ্যাড্রেস, আর ভুমিকায় ও পরিচিতিতে আছেন আলোচনায় কে কে অংশগ্রহণ করবেন তাদের বিশদ পরিচয় সহ চশমা পড়া জ্ঞানীগুণী জনদের গুরু গম্ভীর ছবি, অনুষ্ঠানের মধ্যেমনি কে বা কারা হবেন তাদের বিশদ পরিচয় ও ছবি। সর্বশেষে সেমিনার উদ্যোক্তার বানী সহ আন্ত মন্ত্রনালয়ের সচীব ও প্রতিমন্ত্রী বা মন্ত্রীর একটি সচিত্র বানী। সেন্ট্রাল এয়ার কন্ডিশন্ড হলে সেমিনার শুরু হয়েছে পবিত্র কোরআন হতে তিলাওয়াত দিয়ে আর শেষ হয়েছে হুটোপুটি হুলুস্থুল গুতোগুতি করে একটি লাঞ্চ দিয়ে। সেমিনারে উপস্থিত হওয়ার সম্মানে সবাইকে এক একটি করে কালো অফিস ব্যাগ উপহার দেওয়া হয়েছে। অফিস ব্যাগে সাদা রঙে লেখা আছে “নারী ও শিশু নির্যাতন সহ ধর্ষণ হত্যায় সমাজের করণীয়” শীর্ষক সেমিনার। আয়োজনে: - অমুক এনজিও, প্লাটিনাম স্পন্সর-তমুক এনজিও, গোল্ডেন স্পন্সর- নারীর সৌন্দর্য বর্ধণ ও ফর্সাকরণ ক্রিম, সিলভার স্পন্সর- হিন্দি সিনেমার প্যাডম্যান খ্যাত প্যাড, অনুদান ও সার্বিক সহযোগিতায়:- ফেডারেল রিপাবলিক অব সোমালিয়া সরকারের চার চারটি আস্ত মন্ত্রনালয়!!!
এক একজনের খাবার গ্রহণ দেখে মনে হতে পারে এমন খাবার আর ইহো জনমে খাননি - না আর খাবার সুযোগ পাবেন, তবে খাবার টেবিলে বসে সবাই একই মন্তব্য করেছেন এবারের খাবার ভালো হয়নি, খাবার ছিলো অমুক সেমিনারে আরে নানা তমুক সেমিনারে আর কি বোরহানীটাই না ছিলো। গপ-গপ-গপা-গপ-গপ - এগুলো খাদ্য গলধঃকরণের শব্দ।
দ্যা লাঞ্চ:
১। মিনারেল ওয়াটার - ০১ বোতল
২। মোরাগ পোলাও বা মোরগ বিরিয়ানি - ০১ বাটি/প্যাকেট
৩। কোমল পানীয় - ০১ বোতল
৪। দই - ০১ কাপ
৪। মিষ্টি পান - ০১ খিলি
৫। টিস্যু পেপার - যার যতো ইচ্ছা
খাবার শেষে সবার হাতে এক্সট্রা ২-৩ বাটি/প্যাকেট বিরিয়ানী নিয়ে বাসায় যাওয়ার সুযোগ ও সুবন্দোবস্ত আছে, এই সুযোগ কেউ হাত ছাড়া করেন না। মুখে মিষ্টি পান নিয়ে সবাই হাসি ঠাট্টা করে সাবলিল ভঙ্গিতে হেটে চলেন গাড়ীর দিকে - - - - - - এটিই আজকের “নারী ও শিশু নির্যাতন সহ ধর্ষণ হত্যায় সমাজের করণীয়” !!!
যবনিকা: - আমি সেই সেমিনারে অংশগ্রহণকারী একজন অপরাধী, আমি নিরামিষভোজী মানুষ তাই দই আর পানি খেয়ে বিদায় নিতে হয়েছে, আর ব্যাগটি সংগ্রহ করতে দাওয়াতী কার্ড সহ ধাক্কাধাক্কি করার মতো দুঃসাহস আমার হয়নি।
কৃতজ্ঞতা: - ফেডারেল রিপাবলিক অব সোমালিয়া সরকার ও তার চার চারটি আস্ত মন্ত্রনালয়।
ভালোবাসা:- সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে এক দিগন্ত ভালোবাসা ও ধন্যবাদ লেখাটি নির্বাচিত পোষ্টে স্থান দেওয়ার জন্য, আমার পক্ষ থেকে এক লক্ষ পদাতিক সৈনিকের স্যালুট গ্রহণ করুন সা-ব-ধা-ন
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৬