জীবন ও জীবিকার প্রয়োজনে গ্রাম থেকে গেছি শহরান্তে, শহর থেকে গেছি দেশান্তরে, যেখানেই গেছি আমার জীবনে খাবার নিয়ে ভাবতে হয়নি কারণ আমার বন্ধু কখনো আমাকে ছেড়ে যায়নি, বেইজীং সাংহাই সিওল গিয়েও তার সাথে দেখা ! ধুধু বালির দেশে জেদ্দাহ, দুবাই, ইস্তাম্বুল আংকারা, সাইপ্রাস সহ এশিয় নানান দেশে, ইউরোপ এমনকি ওবামা মামার দেশ আমেরিকাতেও গিয়েও দেখি আমার প্রিয় বন্ধু আমার পৌছাবার আগেই সেখানে সে উপস্থিত !
আমাকে দেখে নিঃশব্দে হেসে জানতে চায় “কেমন আছো বন্ধু”? আমি আমার দুহাতে তাকে সম্মানের সাথে তুলে নিয়ে আমিও নিঃশব্দে হেসে জানাই “বন্ধু তুমি আছো পাশে, আমিতো ভালো থাকবোই”।
আজকে আমার প্রিয় বন্ধুর সাথে আবারো দেখা, নিঃশব্দে হেসে আমাকে একই প্রশ্ন “কেমন আছো বন্ধু”?
প্রিয় বন্ধু বন, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। জীবনের নানান প্রতিকুলতায় তুমি পাশে ছিলে-আছো এবং এখনো নিঃশব্দে জানান দাও তুমি থাকবে চিরোকাল। আমার মতো অতি সাধারণ মানুষের এক জীবনে আর কিইবা চাওয়ার আছে?
কৃতজ্ঞতা:-
হটব্রেড, মিল্কভিটা, ইয়ামাজাকি, গার্ডেনিয়া, বিনদাউদ, তুলি, ডানকিন ডোনাটস, গওর্মেট সহ আরো অনেকে।
কৃতজ্ঞতা:-
লেখাটি নির্বাচিত পাতায় স্থান পেয়েছে দেখে কৃতজ্ঞতা স্বীকার করছি সামহোয়ার ইন ব্লগ কর্তৃপক্ষের কাছে, ধন্যবাদ আপনারা আছেন তাই আমরাও আছি। বিশেষ ভাবে ধন্যবাদ দিচ্ছি জাদিদ ভাই / কাল্পনিক ভালোবাসা ভাইকে যিনি দুর্বার সৈনিকের মতো লড়ছেন।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৪:২৬