বাংলাদেশের একটি নির্বাচিত সরকার হোক আর অনির্বাচিত সরকার তাঁর মেয়াদকাল পাঁচ বছর। আর এই পাঁচ বছরে তাঁরা পাঁচ পাঁচটি বাজেট ঘোষণা করেন। এই পাঁচ বছরের পাঁচটি বাজেটের শুধু মাত্র একটি বাজেটে যদি দুর্নীতি না করেন, দুর্নীতি বন্ধ রাখেন তাহলে দেশ হয়তো চীন সিঙ্গাপুর হবে না তবে দেশ উন্নত হয়ে যাবে এটি নিশ্চিত।।
ইদানীং বিক্ষ্যাত কুক্ষ্যাত নেতা নেত্রীগণ কথায় কথায় বলেন বাংলাদেশ চীন সিঙ্গাপুর মালয়েশীয়া জাপান হয়ে যাবে !!! এটি তাদের নিতান্ত জোকার সুলভ আচড়নের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। বাংলাদেশ বাংলাদেশের মতো উন্নত হবে চীন সিঙ্গাপুর মালয়েশীয়া জাপান হবে না। ব্লগ পাঠকগণ কখনো কেউ শুনেছেন বলিভিয়ান নেতা নেত্রী বলেছেন আমরা আমেরিকা হয়ে যাবো !!!
নিজের কথা: - দীর্ঘদিন লিখতে পারিনি কারণ ব্লগ ওপেন করতে পারছিলাম না, এখন দেশের বাইরে যে ব্লগ ওপেন করা যায় তা ও জানা ছিলো না। দেশের বাইরে আমার ছোটবোনের বাসায় এসে ব্লগ ওপেন করতে দেখা গেলো ব্লগ ওপেন হয়েছে। কিছু বলার ভাষা নেই - কি করার আছে ! দেখলাম ব্লগ কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন - - - । আবার দেশে গিয়ে লিখতে পারবো কিনা তা ও জানি না। আমরা সবাই “বোকার স্বর্গে বাস করছি” এটা হচ্ছে চিরন্তন সত্য।
ব্লগে না আসতে পেরে কিছু মানুষকে খুব মিস করেছি:
চাঁদগাজী ভাই (একটি দেশের স্বপ্নে বেঁচে আছেন)
ডঃ এম এ আলী ভাই (প্রিয় মুক্তিযোদ্ধা)
নুর মোহাম্মাদ নুরু ভাই (হারিয়ে যাওয়া মানুষের জন্ম মৃত্যু মনে করিয়ে দেন)
মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই (মালয়েশীয়া প্রবাসী)
প্রামানিক ভাই (কবিয়াল কবি)
অন্তরন্তর ভাই (আমার গ্রামের মানুষ)
কাজী ফররুখ আহমেদ(আমার প্রিয় ভাই)
সনেট কবি ভাই (সনেটে বিক্ষ্যাত)
কাউসার চৌধুরী ভাই (রাজা গৌর গোবিন্দ’র দেশের গুরু)
অনল চৌধুরী ভাই (যিনি ন্যায়ের জন্য লড়েন)
পদাতিক চৌধুরী (বাংলা ভাষার টানে বাংলায় ব্লগ লিখেন)
ওমেরা আপু (প্রবাসে থেকে যার মন পরে থাকে দেশে)
জুন আপু (আমার এই বোনটির জন্ম সম্ভবত জুন মাসে)
মুনিরা সুলতানা আপু (গঠনমুলক সুন্দর মন্তব্যকারী)
মুক্তা নীল আপু (হয়তো আপনাকে চিনি)
খায়রুল আহসান ভাই (ভালো মানুষ কেমন হওয়া উচিত তার পরিচয়)
আহমেদ জি এস ভাই (অনুপ্রেরনাকারী)
বিচার মানি তালগাছ আমার (তালগাছ রক্ষা করার দায়ীত্বে আছেন)
সেলিম আনোয়ার ভাই (কবি ভাই)
ল রহমান লতিফ ভাই (আমার গুরু)
নীল আকাশ ভাই (ঝড় তুফান)
বিদ্রোহী ভৃগু ভাই (চেনা চেনা লাগে তবুও অচেনা)
হাসান কালবৈশাখী ভাই (নামেই তার পরিচয়)
উদাসী স্বপ্ন ভাই (ওরা এগারো জন)
নাহিদ০৯ ভাই (পাশের বাড়ী)
রাজীব নুর ভাই (নিট এণ্ড ক্লিন )
এছাড়াও আছেন “মোগল সম্রাট, নীলপরি, হিংস্র ঈগল, উম্মু আবদুল্লাহ, রানার ব্লগ, অনেক কথা বলতে চাই, রাকু হাসান, আরোগ্য, স্বামী বিশুদ্ধানন্দ, ঢাবিয়ান, পবন সরকার, সাইন বোর্ড, এস এম ইসমাঈল, আল ইফরান, আরণ্যক রাখাল, সোহানী, পুলক ঢালী, মুহাম্মাদ খাইরুল ইসলাম, হাসু মামা, প্রশ্নবোধক (?)” - আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।
পাঠকের প্রতিক্রিয়া ! - আপনার সাথে বক্সিং রিংয়ে দেখা হবে !!!
ছবি: গুগল সার্চ ইঞ্জিন
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:০৭