কেমনে কেমনে এতোদিন গেলগা?
কত মানুষ আর দুইন্নাতেই নাই, অনেকে আবার আসছে। কথা লিখতে লিখতে নিজের গলায় না পড়লে আবার জুইত হয় না। কি মজার ব্যাপার!
বৃষ্টি পড়ে তাই কোনদিনের কথা জানি মনে পড়তেছে, কিন্তু কবের তা খেয়াল নাই। জানালার বাইরে রাস্তার উল্টাদিকের বাড়িটা দেখতাম ঝুইলা ঝুইলা বিড়ি খাওয়ার টাইমে রাতে। তাও প্রায় তেরো বছর আগের কথা। তুষারপার মাঝে মাঝে বালুর মতো লাগে, নাকি এইসব ব্যাক্তিগত অভিজ্ঞতা?!
এমনে এমনেই টাইম যাবেগা... বড়ই মজার ব্যাপার।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪