কতোদিন বাদে ব্লগে এলাম... কেনোই বা এলাম... লাজুক মানুষের তার পুরনো স্কুল বেড়াতে যাওয়ার অনুভুতিটা বুঝি এমনটাই হয়। আজ থেকে ১০ বছর আগের ঘটনা মনে করে দেখি, তখনো বড় হয়ে কি করবো ভাবতাম- এখনো ভাবি। ব্লগে প্রথম প্রথম এসে শরমিন্দা হতাম, এখনো হই। তখনো মনের মাধুরী মিশিয়ে লেখা ব্লগ ড্রাফ্ট করতে ভুলে যেতাম... আজ ও যাই।
আজ আমি কোন জ্ঞানের কথা কি বিনোদনের কথা বলবো না। কারন আজ আমার কাছে নেই কোন জ্ঞান... কোনো হাসির কিছু। শীতকালে ঠান্ডা নিয়ে বিরক্ত থাকতাম... গরম কালে থাকি গরম নিয়ে। বর্ষা কালে থাকবো বৃষ্টি নিয়ে। মনে হয় হা-হুতাস করতে করতেই একদিন আর চক্ষু মেলব না। তাহলে লাইফে হলোটা কি? ভালোবাসা-বাসি নিয়ে ব্যস্ত যারা, তাদেরকে একটু হলেও হিংসা হয়। অলস সময়টুকু ডারলিং-এর কথা ভেবে কি কেঁদে পার করতে পারেন। আমার অন্য কোন কম্প্লেইন ছিলো না... শুধু আবহাওয়ার নখরামির জন্যে শান্তিমতো ঘুম দিতে পারি না। তবে বেঁচারারই বা কি দোষ?! আমরা তার ডারলিং কে ইউয & এবিউয করে করে দিয়েছি আধমরা করে। ধ্যাত্তেরি। এই সব কথা বলে লাভ আছে?
জ্ঞানের কথা মনে পড়লো... স্ট্রিক্টলি আমার মতো বেকুবদের জন্যে। জ্ঞানীগুনিরা পাশ কাটায়ে চলে যান প্লীয!
গারির ব্যাটারির -টিভ টার্মিনাল খুলে ১ মিনিট পরে লাগালে, চেক ইন্জিন লাইট বন্ধ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। অবশ্যই সমস্যা তাতে যায় না & কিছুদিন পর লাইট আবার ফিরে আসে। এ ইনফো কার কিভাবে কাজে লাগে বলাতো যায় না... তাই শেয়ার করলাম। শেয়ার করা হলো কেয়ার করা, তাই।
শুভসন্ধ্যা/রাত্রি/সকাল।

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩১