আমার বুফে ভাগ্য বেশীরভাগ সময়ই খারাপ থাকে। কারন দেখা যায়, যাওয়ার আগে আমি ঠিকই পেট ভরে খেয়ে নিয়েছি! তাই আমার পারফর্মেন্স প্রায় সময়ই দেখাতে পারিনা



কম খায় এমন মানুষ নিয়ে বুফেতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তারা একটু একটু করে খাবার নেয়, তাও সব পদ নেয় না...বুফে সিস্টেমটারই অপমান!!! সহ্য করা বড় কঠিন!
আমি একজন অলস মানুষ। বিগত এক মাসে আমি এমন কোন মহাকার্য উদ্ধার করি নাই যে ব্লগে অনিয়মিত হবো। কিন্তু তারপরও অনিয়মিত ছিলাম। আমার মনে হয় আমার একটা সেরা-অলস-ব্যক্তি পদক প্রাপ্য

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০২