প্রথমেই ব্লগের সবাইকে বছর শেষের শুভেচ্ছা। যদিও ঘটনা যে সুবিধার তা না! বয়স বারছে, সময় আগাচ্ছে...দিনে দিনে কেয়ামতের দিকে আগাচ্ছি...তবে সে সব এক সাইডে সড়িয়ে রেখে এখন নতুন বছরে সাফল্যের আশায় থাকি!
আরেকটু ধন্যবাদ জানাতে চাই গতকালের ব্লগ আড্ডা নিয়ে। যারা আড্ডাটাকে সফল করেছেন, আয়োজকরা, কলাররা...যারা কথা বলতে না পারলেও শুনেছেন, তাদের সবাইকে। ব্যক্তিগত ভাবে আমি খুব আনন্দ পেয়েছি পুরো বিষয়টা নিয়ে...যদিও নিজের মাঝে কিছুটা সন্দেহ ছিল! কারো সাথে ওভাবে কথা না হলেও সবার কথা শুনে খুব মজা পেয়েছি! আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ

এখন নিজের কথা বলি। যদিও যা বলার ছিলো তা অনেকখানিই ভুলে গেছি! পুরাতন রোগ, দুর্বল স্মৃতিশক্তি! যাই হোক, প্রথমেই একটা নিজস্ব কষ্টের কথা বলি। এ্যাক্সিডেন্ট আসলে! অনেকগুলো ছবি তুলেছিলাম কিন্তু শেষ মূহুর্তে এসে পাকনামি করে ক্যামেরা টিপে মেমরী কার্ড ফর্মেট করে দিলাম সব ছবি মুছে। আমি আসলে বুঝতেই পারি নাই ফর্মেট করলে ছবি মুছে যায়। এখানে যদিও প্রশ্ন আসে, আমি কি জানতাম না বিষয়টা!?
পোস্ট লিখলাম। সেভ করতে করতেই আগালাম! তারপর ফাইনাল টাচ দিয়ে দেখলাম পোস্ট এসেছে মাত্র অর্ধেকটা! ভাবলাম আরেকটা ড্র্যাফ্ট হয়ে আছে বোধহয়! কিন্তু না...কিসের কি! আবার লিখার উদ্যোগ নিচ্ছি।
আমার চশমা লাগবে। বুড়ো বয়সে দূরের জিনিস দেখতে একটু একটু কষ্ট হয়! এখানে ফ্রেমের গলাকাটা দাম আর করা যায় তাই দেশে থেকে ফ্রেম আনিয়ে নিয়েছি বল্টুকে দিয়ে। তিনি দেশে গিয়েছিলেন, ফিরে এলেন পরশু। তো সেই ফ্রেম... যে কি জিনিস! পড়লে আমাকে খুবই বিচিত্র লাগে। এইটা আবার আপাকে বললে আপা বলেন যে তিনি নাকি আমার অর্ডার মতোই জিনিস এনেছেন! কাকে কি বুঝাবো আমি!?
দেশে লুডুখেলার ভবিষ্যত নিয়ে আমি চিন্তিত! অর্ডার দিয়ে ২ সেট আনানো হয়েছে বোনকে দিয়ে। তা সেই জিনিস যে কী ভাবে বানানো... আমি বুঝাতে পারবো না! ছবি দিচ্ছি...ছবিতে তেমন খারাপ লাগে না কিন্তু এতো অযত্নে জিনিসগুলো বানানো যে দেখে আমার প্রায় কান্না পেয়ে গেল। অনেক খুঁজেও নাকি প্রথমে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত কোন এক এলাকার চিপায় গিয়ে ভাগ্যক্রমে পেয়ে গেছে! কথার সত্যতা কদ্দুর কে জানে! কিন্তু আমাকে যুক্তি দেয়া হলো যে আজকাল বাচ্চারা ইলেকট্রনিক্স বা কম্পিউটার গেম নিয়েই বেশি ব্যস্ত থাকে। আর বড়দের স্বাদও পাল্টে গেছে...মেনে নিলাম। আমার চোখের শুধু ভাসলো সেই লুডুর বোর্ডটা...যেটাতে ছিলো ববিতা ম্যাডাম, শাবানা ম্যাডাম, সুনেত্রা ম্যাডাম আর রোজিনা ম্যাডামের ছবি!
আগে পরিচীত, আধা-পরিচীতদের পোস্ট দেখে আসতাম। ইদানীং কেন যেন হয়ে উঠছে না তেমন! একটা কমেন্টের যে কতোখানি মূল্য তা আমি ভুলিনি, কখনো ভুলবও না, কিন্তু তারপরও অনেকের পোস্টে যেয়ে কিছু বলা হয় না! এসব মিলিয়েও আমি ক্ষমাপ্রার্থী!
একটা মেটাল সঙ্গীত শুনেন
