তোমরা সবাই ভয় পাও এই বাইরে যেতে
দুয়ার খুলে বাইরে যেতে
পথ পেরোতে
গাড়ির ভিড়ে বড়ো রাস্তা পার হতে যেই পা বাড়ালে
ভয় পাও এই আগুন দেখে
বারুদ দেখে
দোজখ দেখে ভীষন রকম গজব দেখে খোদাতালার
তোমরা সবাই ভয় পাও এই দাঙ্গা দেখে
মরক লাগলে মহামারী এমনি কিছুর
ভয় পাও এই সাপের বাঘের
চোর-ডাকাতের দৈত্যদানা জলপুলিশের
অনেক কিছুর ভয় তোমাদের
ভয় তোমাদের বাইরে কেবল চোখের ওপার,
আমার এ-ভয় অন্য রকম
অন্য কিছুর
আমার এ-ভয় বাইরে তো নয়
ঘরের ভিতর নিজের ভিতর
আমার এ-ভয়ে নিজেকে ভয়
আমার এ-ভয় শোবার ঘরে বাথরুমটির
ঠান্ডা জলের টবের ভিতর
দাড়ি কাটার লম্বা ক্ষুরে
চায়ের কাপে কাঁটা-চামচে
আমার এ-ভয় আলমারিতে
বইয়ের তাকে ফুলদানিতে
মুখ দেখবার আয়না খুলে ড্রয়ার খুলে
আমার এ-ভয়
আমার এ-ভয় টেবিলের এই পায়ার নিচে
আমার এ-ভয় শত্রুকে নয় প্রিয়ার চোখহে
নরম ঠোঁটে
নিজের দুটি করের মাঝে নখের ভিতর
আমার এ-ভয় অন্য রকম অন্য রকম।
কবিতা-১/ মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস
কবিতা-২/ পক্ষপাত
কবিতা-৩/ যে যে কারনে আমি কষ্ট পাই
কবিতা-৪/ দ্বিধা
কবিতা-৫/ স্মৃতি
কবিতা-৬/ কারো সাথে কারো দেখা হয় না
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৮ রাত ৩:০৩