সাক্ষি ঐ ফকিরাপুলের টাংকির;
যার আছে বড় বড় কয়টি খাম্বা;
আর সে স্ফিতও বটে।
তবে তোমরা যা দেখনা;
ভেতরে থাকে কালচে পানি
স্টিলের পাইপ বেয়ে যা উঠে আসে তোমার বেসিনে, কমোডে;
তুমি ভাবো এ এক যাদু;
প্রকৃতপক্ষে তুমি অজ্ঞদেরই দলে;
আর নিশ্চয়ই ওয়াসার আছে ব্যাপক ব্যাবস্থা;
যা আছে মাটীর তলে;
আর মাটীর উপরেও।
তুমি কি দেখনা মাস শেষে, বা দুই-তিন মাস পরপর;
আমাদের প্রতিনিধী তোমাকে এক খন্ড কাগজ ধরিয়ে দেয়;
সেখানে থাকে পানির আমলনামা; খরচের হিসাবনিকাশ।
তুমি ভাব এসব তোমার উপর জুলুম; কিন্তু তুমি ভেবে দেখনা কল ছেড়ে দাঁত মাজার সময়কার কথা, বালতি উপচে পরে তবুও তুমি কল বন্ধ করনা গোসলের সময়।
এরপরও কি বলবে ওয়াসা তোমার উপর জুলুম করে?
নিশ্চয়ই ওয়াসার আছে সর্বোশ্রেষ্ঠ পানির মিটার; এবং সে ক্ষমতা রাখে এক মাসের বকেয়া হলে তোমার লাইন কেটে দিতে।
কিন্তু সে কাটেনা।
এরপরও তোমরা বকেয়া কর, একমাস, দুইমাস, তিনমাস এভাবে সাত আট মাস। এরপর তোমরা নোটিশ খাও।
আর যারা আট মাসেও বিল পরিশোধ করেনা ওয়াসা তাদের লাইন কেটে দেয়।
তারাই প্রকৃত গ্রাহক যারা সময় মত বিল পরিশোধ করে।