আইচ্ছা মুসলমানরা জাকাত দিব, মানলাম।
ইসলাম যেহেতু বহুত শান্তির ধর্ম, তাই ইসলামী দ্যাশে বিধর্মীরা বাইচা বর্তায় থাকতে হইলে জিজিয়া ট্যাক্সো দিব, তাও মানলাম।
যেই যুক্তিতে জিজিয়া কর হালাল দেখন হইতেছে সেইটা হইলঃ
(ইসলামের বহুত পন্ডিত এই যুক্তির মুলা দেখায়া পার পায়)
- যেহেতু ইসলামী দ্যাশে প্রত্যেক সাবাল সামর্থ্য মোমিন মুসলমানের জিহাদে যাওয়া ফরজ, আর জিহাদ যেহেতু ধর্ম যুদ্ধ, আর বিধর্মীরা যেহেতু বিধর্মী ( ) আর তাই তাগো যেহেতু ধর্ম যুদ্ধ মানে জিহাদে যাওয়া লাগবেনা ... তাই তাগো জিজিয়া কর দেওন লাগবে। ওক্কে এইটাও মানলাম।
পরম রহমতুল্লা আলাইহিম যেহেতু জেবমবিধান দিছে, আর না মাইনাই বা ক্যাম্নে কি!
ইসলাম শান্তির ধর্ম। বাচ্চা লোক তালিয়া বাজাও। ইসলামে শান্তি উপচায় পরে। মারহাবা ! মারহাব !
যাউজ্ঞা, এইবার কামের কথায় আহি।
যে কোশ্চেনটা করবার চইসলামঃ ইসলাম, আই মিন দ্বীনের নবী মোস্তফ, আই মিন পরম করুনাময় রহমতুল্লাআলাইহিম; কি ধইরাই নিছিল যে, -পৃথিবীতে অলটাইম যুদ্ধ চলবে। এই যুদ্ধের শেষ কোথায়? শেষ শত্রুটার কল্লা কাটার পরও কারলগে যুদ্ধ হইব?
নাকি শত্রু থাউক আর না থাউক যুদ্ধ চলছে, চলবে?
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১০ রাত ২:৪৭