~: পথ ভোলা :~
-- তাছনীম বিন আহসান
হঠাৎ একদিন তার ধাক্কা লাগে
স্বপ্নের বীপরিতে কিছু পরিকল্পনা দেখে ,
লাটীম ঘুড়ি কিংবা পুতুল নয় ,
তার চোখে উকি দেয় সামাজিকতা
উকি দেয় নরক কিংবা সাফল্য !
অপমৃত্যু দুয়ারে কড়া দেয়
বড় হয়ে মরে যায় মন এবং সরলতা ,
বদলায় মুখ চোখ কণ্ঠ আর শরীর
বদলায় পোশাক কিংবা সৌন্দর্য
বদলাতে হয় রোজ স্রোতের অনুকূলে !
অভিনয়ের চাদরে ঢাকে সে ঐশ্বর্য
একা হয়ে যায় শত প্রিয়জনের ভিড়ে ,
বাঁচে আপনজনদের জন্য
সবার মনের মত নিজের সুখ সাজায়
অতঃপর মুক্ত হওয়ার বাসনায় মৃত্যু আসে !
#তাছনীম