তোকে নিয়ে লিখতে ইচ্ছে করে ,
তোর হাসি তোর কথা
তোর অভিমান রাগ
তোর আদর ভালোবাসা
তোর অবেহেলা
সব কিছু নিয়েই লিখতে ইচ্ছে করে !
তুই ছবি আঁকতে পারিস ?
আমি পারিনা ,
পারলে আঁকতাম তোর সুখ
তোর চাওয়া তোর স্বপ্ন
তোর গুনগুন করা সুর
তোর একলা থাকা মুহুর্ত
কিন্তু আমিযে আঁকতে পারিনা !
তোর মনের মত না হয়েও তোর সব আমি ,
তোর রাত থেকে দিন
তোর কাজ বা অবসরে
তোর আশায় আকাঙ্খায়
তোর না লেখা কবিতার অক্ষর
তোর ভিতর বাহির সবটা জুরেই আমি !
তোর আমি হতে চাই শুধু তোর মত ,
ভালোবাসা দু'জনায় অমিল থাকুকনা শত !
#tba
#তাছনীম