" ইনভেস্টিগেশ টিম "পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ...। আমরা কয়েকজন যাচ্ছিলাম কর্নফুলীর লেকের বুক চিরে, একটি প্রকল্প পরিদর্শনে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের দিকে।
উন্মুক্ত নদীপথ আর বিস্তীর্ণ জলরাশি ....!জলসীমার শেষ প্রান্ত সবুজ পাহাড়ের সাথে মিশে গেছে অনেক দূরে..।জলরাশির বুকের পরে এখানে ওখানে যেন হঠাৎ করেই জেগে উঠেছে ছোট ছোট দ্বীপ।
এমনি একটি দ্বীপের কাছে পৌছতেই আমাদের জেট বোটের গতি কমে এলো .....
সাদা টাইলসের আচ্ছাদিত সম্ভবত ৬০০ বর্গফুটের একটি দ্বীপ ...!
এখানে চির নিদ্রায় শায়িত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ।
ফরিদপুরে জন্মেও দেশের তরে এই প্রত্যন্ত অঞ্চলে এসে কি করে জীবন বিসর্জন দিলেন এই বীর।
তা ভাবতেই আমাদের বুক ধরে এলো....!
শ্রোদ্ধাবোধে হৃদয় নত হয়ে এলো আমাদের ...।
গভীর হয়ে গেলে পরিবেশটি ....!
কিন্তু একি...!!!
অথচো এ তো আনন্দের স্থান নায়, সমাধি তো বেদনার চিহ্ন ...!শ্রোদ্ধা নিবেদন ও যিয়ারত করার স্থান ....!
লাশের পাশে এমন আনন্দ তো করেছিলো আমাদের শত্রুরা ......
একপাশে লাশের উপর রক্তের গন্ধ, অন্যপাশে ওদের আনন্দের উম্মাদনা ..!
তবে আজ কেন এই আনন্দ ....??
তবে কি .......
আমার এতে যত না কষ্ট হয়েছে, তারচেয়ে বেশি কষ্ট হয়েছে আমারা ওদের কিছু বলতে পারিনি বলে ....!
কারন ওদের নাকি এখানে বিশেষ প্রভাব আছে ...।তাছাড়া জাতিগত দিক দিয়ে আমরা আর ওরা এক নয় ...!
বিষয়টি নিয়ে আমরা অনেক বেশি অবাক হলাম এই জন্য যে -একজন বীরশ্রেষ্ঠ সমাধীর মতো এমন সেনসিটিভ ব্যাপার নিয়ে প্রশাসনকে তোয়াক্কা না করে ন্যক্কারজনক বিদঘুটে উম্মাদনার এই অনিয়মের সাহস ওরা পায় কি করে....?
এটাই কি আমাদের দেশপ্রেম ...?
অবশেষে সংশ্লিষ্ট কতৃপক্ষকে এই বীরের মর্যাদা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহনের অনুরোধ যানাচ্ছি ....।
Shah Alam Sobuz ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে ।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮