সেদিন রাইতে বাত্তি নিভাইয়া শুওয়নের একটুক প'রে পাশের ছিটের লোকটি কইল "এইযে তোমার পুনটা দাওতো একটু পুন মারি"। আমি ভুল শুইনলাম কিনা, তাই জিজ্ঞেস ক্ইরলাম, কিছু কি কইছেন আমারে? উনি আরো ছোট ছোট করে কইলেন তোমার পুনটা একটু দাওনা, একটু পুন মারি। আমিতো আধমরা, টাস্কি খাইলাম, কয় কি বেটা বেটায় বিয়া কইচ্ছেনা ? এই বদঅব্যাস কবে থেইক্কা হইল। কইলাম আপনে এইসব কি কইতাছেন???? বেটা নরম কইরা কয় আমার ব্যালান্স নাই, তুমার পুনটা দ্যাও, একটা পুন করুম, একটা মিচকল আইছেতো! আমার নিৎশ্বাস মনে আবার শুরু হইছে বুঝতে পাইরলাম। ফোনটা দিলাম। কথা কইল খুব রসের রসের । এত্তরাইতে রসের রসের কথা কয় কার লগে??? । ফোনটা ফিরাইয়া দিয়া কইল বউয়ে মিচকল দিছিল। আমিতো আছমান থেইক্কা পইড়লাম। তাড়াতাড়ি ব্যালান্স চেক কইরলাম। হায় আল্লাহ একি ২ দিনার ৮০০ পয়সার মইধ্যে মাতর ৩২ পয়সা আছে। দিলোতো আমার ব্যালান্সের পুন মাইরা। মনে মনে মুহা দুস্ক লইয়া ঘুমাইতে গেলাম। ঘুম কি আর আসেরে চুখে...
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১২ রাত ৩:০৯