আগে লোক মুখে শোনা যেত গাঁজা খায় রাজা ! আবার এমনও শোনা যেত সিদ্ধির টাণে নাকি বুদ্ধির প্রশান্তি আনে মনে । আর আজকাল
আধুনিক ও বৈজ্ঞানিক যুগে এসব কথার আরো কদর বাড়িয়ে দিচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। আজ একটা ম্যাগাজিনে পড়লাম এখন গাঁজা পরিমাণ মতো সেবন করলে অনেক রোগে উপকার হয়।গাঁজায় নাকি মৃগীরোগ থেকে শুরু করে স্ট্রোক ঝুঁকি পযন্ত কমায় ।
(*)নির্দিষ্ট পরিমাণে গাঁজা নিলে মৃগী জাতীয় স্নায়ু রোগ থেকে দূরে থাকা যায়। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ২০১৩ সালেই তাদের এই গবেষণা নিয়ে ফার্মাকোলজি এন্ড এক্সপেরিমেন্টাল থেরাপিউটিক্স জার্নালে একটা প্রতিবেদন বের করা হয়েছিল।
(*)প্রায় ১০ বছর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আই ইন্সটিটিউট জানিয়েছেন গ্লুকোমা চোখের এমন এক রোগ যাতে অন্ধত্ব আনে। কিন্তু গাঁজা গ্লুকোমা রোধেও অনেক সাহায্য করে।
(*)গাঁজা মস্তিস্ককে দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়া থেকে রক্ষা করে। এমনটাই জানিয়েছেন দ্য জার্নাল অব অ্যালঝাইমার ডিজিজ।
(*)২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ক্যানসার বিষয়ক ওয়েবসাইট ক্যানসার অর্গ-এতে জানানো হয় গাঁজা অনেক সময় টিউমারের ঝুঁকি কমিয়ে প্রতিরোধকের ভূমিকা পালন করে।
(*) ইউএস এজেন্সি ফর ড্রাগ জানিয়েছেন,ক্যানসার রোগীদের অনেক ক্ষেত্রে কেমোথেরাপি নিতে হয়। আর সেইক্ষেত্রে গাঁজা কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমায়। তাছাড়া কেমোথেরাপির অনেক ক্ষতি লাঘব করে।
(*) অন্যদিকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নটিংহাম জানিয়েছেন গাঁজা মস্তিষ্ক সুস্থ রাখতেও সহায়তা করে। ফলে স্ট্রোকের ঝুঁকি পযন্ত অনেক সময় কমে যায়। তবে গাঁজা অতিরিক্ত সেবনে শাররীক কিছু প্রভাবও রয়েছে,যেমন গাঁজা সেবনের সাইকোঅ্যাক্টিভ এবং শারীরবৃত্তীয় নানান প্রভাব রয়েছে। গাঁজার তাৎক্ষণিক গ্রাসকারী প্রভাবের মধ্যে শিথিলায়ন এবং হালকা রমরমা মেজাজ অন্তর্ভুক্ত "উচ্চ" বা "স্টোন্ড" অনুভূতি, কিছু তাৎক্ষণিক অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্বল্পমেয়াদী স্মৃতি হ্রাস, মুখগহ্বর শুষ্কতা, অনভিজ্ঞ করে তোলা, চোখ লাল হওয়া প্রভৃতি।পাশাপাশি বোধ এবং মেজাজ বা মানসিক অবস্থার বিষয়ী পরিবর্তন, সর্বাধিক সাধারণ স্বল্পমেয়াদী শারীরিক এবং স্নায়বিক প্রভাবের মধ্যে হৃদস্পন্দন বৃদ্ধি, ক্ষুধা বৃদ্ধি ও অতিরিক্ত খাদ্য গ্রহণ, নিম্ম রক্তচাপ, স্বল্পমেয়াদী এবং কর্ম স্তৃতির অবনতি, মানসিক সমন্বয় এবং একাগ্রতা অর্ন্তভূক্ত ।
তথ্যসূত্রঃ
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৬