বর্তমান আইসিওতে থাকা একজন মৃত্যু পথযাত্রী সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । লেখার শুরুতেই ঈশ্বরের কাছে প্রাথনা করি ঈশ্বর যেন
পৃথিবীর সকলের মঙ্গল করেন এবং হেদায়েত দান করেন। জীব মাত্রই জীবনে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,হয়ত কারো মৃত্যু
একদিন আগে কারো বা একদিন পরে। তবে প্রতিটি জীবের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা প্রয়োজন,বলা যায়না কখন কার
ডাক এসে যায়।আমাদের এখনকার সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতালের ব্রেডে মৃত্যুর সাথে লড়াই করছেন, আগে পরে তাকে নিয়ে
রয়েছে নানান সমালোচনা । তার অনেক কথার কারনেও অনেককে অনেক সময় পরতে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে,তবুও সে মানুষ!
আর মানুষ মাত্রই ভুল। ভুলের শরবত পান করিনাই আমরা এমন একজন ব্যক্তি খুঁজে কোথাও পাবো কি ?
তবে মানুষের শিক্ষার কিছু বিষয় আছে,আর অনেক সময় এমন কিছু বিষয় আছে যা সরাসরি আল্লাহুতাআলা নিজের হাতে মানুষকে দিয়ে
থাকেন এবং যাতে মানুষ ভুল পথ ছেড়ে সঠিক পথে আসেন তার জন্যই আল্লাহু এরকম শিক্ষার ব্যবস্থা করেন। তাই সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে আবার যদি ফিরে আসেন তাহলে হয়ত এতদিন যে সকল ভুলগুলো তিনি করেছেন তা সোধরাবেন ।আর সে জন্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি আল্লাহুর কাছে ওবায়দুল কাদেরের জন্য সকলের সুস্থ কামনা দোআ করা উচিৎ।
হতবাক ও বিষ্মিত হয়ে যাই সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থ্যতার সংবাদে ফেসবুক,টুইটার ও বিভিন্ন অনলাইন সোসাল মিডিয়াগুলোতে সাধারন মানুষদের কমেন্টগুলো দেখে । যা একজন সুস্থ মনমনস্তিকের মানুষের কাছে কখনই কারো কাম্য নয়।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৫