আজ কয়েকদিন যাবত সামুতে ঢুকতে পারছিলাম না কি হয়েছে সেটা জানিনা । শেষ পযন্ত এক ফ্রেন্ডের কথা মত ভিপিএন ব্যবহার করে
আসতে পেরেছি ।ব্লগে আসতে পেরেছি সে জন্য আল্লাহুর কাছে লাখ লাখ সুকরিয়া । তবে ব্লগে না আসলেই হয়ত ভালো হত ।
ব্লগে ঢুকতে না পেরে যতটা কষ্ট লাগছিল,তার চেয়ে আরো বেশি কষ্ট লাগছে এখন । আর কষ্ট লাগার কিছু কারনো আছে, একজন লেখক
যখন একটা গল্প,কবিতা বা ছড়া লেখেন তখন তাকে কতটা চিন্তা বিবেচনা করতে হয় সে কথা কেবল মাত্র একজন লেখকই বলতে পারবেন। অন্যদিকে যারা বিভিন্ন বিষয়ের ওপরে ফিউচার পোস্ট দেন বা বিভিন্ন তথ্যে সমৃদ্ধ ইতিহাস লেখেন তাদেরও কম কষ্ট নয়। ইতিহাস নিয়ে লেখকদের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ এবং অনেক তথ্য সমৃদ্ধ বই পড়ে তারপর নির্বর যোগ্য লেখা বের করতে হয়।তাহলে একটু বিবেচনা বোঝা যায় আসলে কত কষ্টের বিনিময় একটা লেখা । অথচ এত কষ্ট করে ইতিহাস বা গল্প ও কবিতা,ছড়া লেখার
পর যদি পেতে হয় চটি বা নোংরা লেখকের উপাধি তাহলে আর এত কষ্ট করে লেখে লাভ কি ? তাই ভাবছি ইতিহাস নিয়ে লেখা কি বাদ দিয়ে দিবো ? শুরু করবো মন্ত্রী মহদয়দের নিয়ে গুন কৃত্তন ।তাদের ভাষ্য মতে আমাদের দেশের শিশুরা অনলাইনে নিরাপত্তাহীন । যেখানে
আমাদের দেশের শিশুদের এমনেই লেখা পড়ার মান তেমন একটা ভালো হচ্ছে না সেখানে যদি অল্প বয়সেই ছেলে মেয়েদের ইন্টারনেট
দিয়ে ছেড়ে দেয়া হয় তখন অবস্থা কোথায় যেয়ে দাঁড়াবে ? আধুনিকতা কিছু প্রয়োজন আছে তাই বলে সেটা ইন্টানেট দিয়েই যে হবে সেটা
নয় কিন্তু। সব থেকে বড় কথা হল সামুর কোন লেখাগুলো পর্ন ক্যাটাগরিতে পড়ে সেটাই আমার মাথায় ডুকছে না।সবচেয়ে বড় কথা হল এখন যদি শিশুদের হাতে ইন্টারনেট ছেড়ে দেয়া হয় তাহলে শিশুরা পড়াশুনা বাদ দিয়ে ইন্টারনেটে শুধু মিনা,টম এন্ড জেরী ও মোটু-পাতলু এবং ডরেমন আর ঠাকুরমার ঝুলি দেখে সময় পার করে দিবে। লেখাপড়া আর শিশুদের কাছে আশা করা যাবে না।তারা যখন শিশুদের জন্য ইন্টারনেট রাখতে চাইছেন, তাহলে ইন্টারনেট শুধুমাত্র শিশুরাই ব্যবহার করুক আর আমরা বড়রা না হয় ইন্টারনেট থেকে নিষিদ্ধ হয়েই যাই
এ ছাড়াতো আমার বুঝে আর কিছু আসছে না।এভাবে সাধারন মানুষের মানুষের মুক্ত চিন্তা মুক্ত মতকে বন্ধ করে দেয়ার অধিকার কারো নাই। তবুও যদি জোর করে করা হয় বা ক্ষমতার অপব্যবহার করা হয় সেখানে কিছু বলার থাকেনা।অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম আছে অনেক ধরনের নোরামির পোস্ট দেয়া হয় অথচ সেগুলো দিব্যি চলছে কথায় সেখানে যেয়েতো কেউ কিছু বলতে পারেনা । অথচ আজ
এই ব্লগের কারনে অনেক নবাগত কবির জন্ম হয়েছে একুশে বইমেলা সহ অনেক ব্লগার বা নতুন নতুন কবিদের অনেক ভালো ভালো বইও
বাজারে পাওয়া যাচ্ছে।অথচ কি আর বলবো বুঝতে পারছি না যত দোষ নন্দ ঘোষ।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯