এটি আরারাত পর্বত যা তুরস্কের সব থেকে উচ্চতম পর্বত। বরফাচ্ছাদিত এই পর্বতটি তুরস্কের উত্তর ও পূর্ব কোণে ইরান সীমান্ত হতে প্রায় ১৬ কিলোমিটার এবং আর্মেনিয়ার সীমান্ত হতে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা ৫,১৩৭ মিটার ১৬,৮৫৪ ফুট। এই আগ্নেয় পর্বতটি প্রাচীন উরারতু রাজ্যের সবচেয়ে বেশি উচ্চতা বিশিষ্ট এলাকা।এই উরারতু রাজ্য কয়েক হাজার বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। আরারাত নামটি এই উরারতু নাম থেকেই উদ্ভূত বলে ধারণা করা হয়।আর উরারতু নামটি পাওয়া গেছে তোরাহতে। পরে বাইবেলে এই নামটির কিছুটা পরিবর্তন হয়ে আরারাত রূপ ধারণ করে। তছাড়াও ঐতিহাসিকবিধরা এই পর্বতেই নুহের মহাপ্লাবনকালীন হযরত নুহ (আঃ) এর নৌকা সংরক্ষিত আছে বলে বিশ্বাস প্রচলিত আছে। আর এ নিয়ে এখন পর্যন্ত বিস্তর অভিযান এবং গবেষণা চালানো হয়েছে এবং চালানো হচ্ছে। এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। এখানে সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছিল ২ জুন ১৮৪০ সালে।
এছাড়াও তুরস্কে আরো দুটি পর্বত আছে,ইডা পর্বতমালা এবং তোরোস পর্বতমালা ।
ইডা পর্বতমালা উত্তর ও পশ্চিম তুরস্কে অবস্থিত। এটি প্রাচীন ট্রয় নগরীর অবস্থানের দক্ষিণ ও পূর্বে অবস্থিত। যদিও এটিকে কেউ কেউ একটিমাত্র পর্বত হিসেবে ধরেন আসলে এটি অনেকগুলি চূড়াবিশিষ্ট একটি পর্বতমালা। সর্বোচ্চ চূড়া গারগারুস পর্বতশৃঙ্গ যা প্রায় ১,৭৬৭ মিটার উঁচু এবং এখান থেকে মার্মারা ও ইজীয় সাগরের সুন্দর দৃশ্য দেখা যায়। এখানে প্রাচীন দেবী সিবেল এর পূজা করা হত এবং বলা হয় এখানেই ট্রয়ের রাজপুত্র প্যারিস হেরা, আথেনা এবং আফ্রোদিতির সৌন্দর্য তুলনা করেছিলেন । এখানে ট্রোজান রাজপুত্র গানিমেদিকে দেবতা জেউস বয়ে নিয়ে আসেন এবং এখানেই ট্রোজান যুদ্ধ দেখার জন্য দেবতারা অবস্থান করছিলেন ।
দক্ষিণ তুরস্কের অবস্থিত তোরোস পর্বতমালা । এটি তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের সমান্তরালে প্রায় ৩২০ কিমি ধরে বিস্তৃত। আর এর সর্বোচ্চ শৃঙ্গ আলাদাগ সমুদ্র সমতল থেকে প্রায় ৩,৭৩৪ মিটার উঁচু। তোরোস পর্বতমালার পশ্চিম প্রান্তের উত্তরে বৃহদাকার এগ্রিদির হ্রদ এবং বেইসেহির হ্রদগুলি অবস্থিত। পর্বতমালার পূর্বে অ্যান্টি তোরোস পর্বতমালা অবস্থিত। আলাদাগ শৃঙ্গের দক্ষিণে একটি গিরিপিথ সেইহান নদীর উপত্যকা পর্যন্ত চলে গেছে। এর নাম সিলিসীয় দরজা বা তুর্কি ভাষায় গুলেক বোগাজি। বহু সেনাবাহিনী প্রাচীনকাল থেকে গিরিপথটি ব্যবহার করে আসছে।তোরোস পর্বতমালা থেকে মধ্যপ্রাচ্যের ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী দুইটি উৎপত্তি লাভ করেছে। এর দক্ষিণ ঢাল মানাভগাত নদীর উৎপত্তিস্থল।
তথ্যসূত্র ; http://www.keyway.ca/htm2000/20000508.htm
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৮