চলতি মাসের শুরুতে ব্লগে পোষ্ট ও মন্তব্য কম হওয়ার কারণে ০৪-০৫-২০২৩ ইং তারিখে একটা পোষ্ট লিখেছিলাম "ব্লগের এই অবস্থা কেন"? সে পোষ্টে উল্লেখিত তারিখে ব্লগারদের পোষ্টে পাওয়া মন্তব্যের পরিসংখ্যান তুলে ধরি। সে পোষ্টে সামুর কিছু ব্লগারগণ বিভিন্ন কারণ ব্যক্ত করে এবং খুশির সংবাদ এর পর গেল সপ্তাহে ব্লগ জমজমাট হয়ে উঠে। ব্লগের পাঠক, মন্তব্য, সামুর প্রতি ভালোবাসা, বেশী মন্তব্য পাওয়ার উপায় এসব বিষয়বস্তুর উপর ভিত্তি কইরা একাধিক পোষ্ট আসে। ১০ই মে মডারেশন থেকে "শৈশব স্মৃতি" নিয়ে লেখার আহবান জানিয়ে পোষ্ট আসলে উহা 'স্টিকি' করা হয়। এবং ব্লগাররা ভালোই সাড়া দেন। গত ৫ দিন আমরা হারিয়ে যায় প্রিয় ব্লগারদের মনের মাধুরি দিয়ে লেখা সেসব স্মৃতিময় শৈশবে। শুধু ৫ দিনে শৈশব স্মৃতি নিয়ে আসে ১৩ টি পোষ্ট। সবচেয়ে বেশী জনপ্রিয়তা পায় ব্লগার সাড়ে চুয়াত্তর এর লেখা - 'শৈশবের নিখাদ প্রেম'। ১২ তারিখে লেখা পোষ্টটি ৪৮ ঘণ্টায় ৪৩৮ টি হিট, ৫২ টি মন্তব্য ও ১৩ টি লাইক পায়। ১০ই মে ব্লগার অপু তানভীরের - 'চ্যাট জিপিটির চোখে সামুর ব্লগারগণ' শিরোনামে লেখা পোষ্টটি ব্লগারদের কিছুটা হলেও আনন্দ দিয়েছে। পোষ্টটি এখন পর্যন্ত ৭০৮ বার পঠিত হয়েছে, ১২ টি লাইক পেয়েছে ও ৬৬ টি মন্তব্য পেয়েছে। একই বিষয়বস্তুর উপর লেখা ব্লগার সোনালী কাবিন এর পোষ্টটিতেও ব্লগার ভালো অংশগ্রহণ করেছিলেন।
মে মাসে ১৪ দিনে সামুতে আসা সর্বমোট পোষ্ট -২২৩ টি। দেখা গিয়েছে ২২৩ টি পোষ্টের মধ্যে যারা ব্লগিয় ইন্টারেকশন বজায় রাখেন ও ব্লগে পরিচিতি পেয়েছেন তারা সকলেই কম বেশী পাঠক, মন্তব্য ও লাইক পেয়েছেন। যারা ব্লগিয় ইন্টারেকশন বজায় রাখেন নি, অন্যের পোষ্টে মন্তব্য করেন নি, পোষ্ট দিয়ে মন্তব্যের জবাব দেননি উনারা পাঠক, মন্তব্য ও লাইক পাননি। হয়তো উনারা নিজের জন্য লিখেন।
১৪ দিনে সামুতে সর্বাধিক লাইক পাওয়া পোষ্ট:
মধুর আমার মায়ের হাসি - শেরজা তপন
মোট লাইক: ১৬ টি।
১৪ দিনে সামুতে সর্বাধিক মন্তব্য পাওয়া পোষ্ট:
জীনের ভয়ে ব্রিটিশ নাস্তিক নারীর ইসলাম গ্রহণ - সাড়ে চুয়াত্তর
মোট মন্তব্য: ৯৭ টি
১৪ দিনে সামুতে সবচেয়ে বেশী পাঠক পাওয়া পোষ্ট:
‘বৈয়াম পাখি: আমরা কারিনার ক্লিভেজ মুগ্ধ হয়ে দেখি আর মমকে দেখে গালি দেই!’ - মোহাম্মদ গোফরান।
মোট হিট: ৯৬৪ টি।
প্রিয় ব্লগার লক্ষ্য করুন সর্বাধিক মন্তব্য, লাইক ও হিট পাওয়া ৩ জন ব্লগারই কিন্তু ব্লগিয় ইন্টারেকশন বজায় রাখেন। অন্য ব্লগারদের পোষ্টে মন্তব্য করেন। তাই যারা অধিক পাঠক, লাইক, মন্তব্য পেতে চান তাদের ব্লগীয় ইন্টারেকশন বজায় রাখার কোন বিকল্প নেই। সবশেষে মডারেশন ও ব্লগটিমকে ধন্যবাদ দিতে চাই কারণ মে মাসে কোন ব্যক্তি আক্রমণ নেই, খোঁচাখুঁচি নেই। কোন ব্লগারকে হেয় প্রতিপন্ন ও সিন্ডিকেট আক্রমণ করা হয়নি।
শুভ ব্লগিং। আমার এই ধরনের পোষ্ট গুলো শুধু মাত্র ব্লগারদের অনুপ্রাণিত ও ব্লগকে জমজমাট করার উদ্দ্যেশ্যে লেখা। ভুল ত্রুটি মার্জনা করবেন। কেহ কষ্ট পেলে অথবা কাহারও জন্য বিরক্তিকর হলে আমি দু:খিত।
দেখতে দেখতেই ব্লগে ১২ বছর হয়ে গেল।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৩ রাত ৮:৩৭