মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায়চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী ৪–৫ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেবাসমালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির নেতা-কর্মীদের দাবি, বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচাল করতেই এই অপকৌশল নেওয়া হয়েছে। এর আগে খুলনাকে সড়ক ও জলপথে বিচ্ছিন্ন করে রাখা সহ নানা বাধা দেয়া হয়েছিল। আসলে গত ১২ই অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে লাখো লাখো জনতা ও নেতাকর্মীর উপস্থিতে সমাবেশ সফল হওয়ার পরএমন বাঁধা দেয়ার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রামের সমাবেশেও একই দৃশ্য দেখা গিয়েছিল। পথে পথে বাধা সত্ত্বেও লোকে লোকারণ্য বিএনপির সমাবেশ।
বাঁধা দিয়ে কোন লাভ হয় কী? ২০০৯ এর সরকার গঠনের পর বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশে সরকার যখনই বাঁধা দিয়েছে তখনই জনগণ ব্যপক উৎসাহ নিয়ে সেসকল কর্মসূচী সফল করেছিল। ১৪ দিনে ১০ হাজার কিলোমিটার পথ ভ্রমণ করার রেকর্ড আছে বেগম জিয়ার। ২০০৯ এই ৬ই জানুয়ারী শেখ হাসিনা শপত নিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। তৎকালীন তত্বাবধায়ক সরকারে অধীনে ৩৩ দশিমিক ৩ শতাংশ ভোট পেয়েছিল বি এন পি। বেগম জিয়াকে ৪০ বছরের স্মৃতি বিজড়িত ক্যান্টন্টমেন্ট বাড়ি থেকে উচ্ছেদে সহ কত কিছু ঘটেছে ১ যুগে ! বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের অধুনালুপ্ত একপ্রকারের শাসন ব্যবস্থা, যার অধীনে দুইটি নির্বাচিত সরকারের মধ্যবর্তী সময়কালে সাময়িকভাবে অনির্বাচিত ব্যক্তিবর্গ কোন দেশের শাসনভার গ্রহণ করে থাকে। সাধারণত নির্বাচন পরিচালনা করাই এর প্রধান কাজ হয়ে থাকে। ২০১১ সালের ১০ মে বাংলাদেশে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়।
১৯৮১ থেকে গণতন্ত্রের দাবিতে দীর্ঘ নয় বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে৷ এরশাদ সরকারের পতনের পর সব দলের ঐকমত্যের ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন৷ শাহাবুদ্দিন আহমদের অধীনে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করে। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই নির্বাচনে সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনেন। কিন্তু তিনি এই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শপথ গ্রহণ করেন। সেই থেকে পঞ্চম সংসদের যাত্রা শুরু হয়। বিএনপি সরকার গঠন করার কিছুদিন পর থেকেই বিরোধী দলগুলো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজনের জন্য সরকারকে চাপ দিতে থাকে৷
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিএনপি একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় এই দাবী ন্যায্য। ন্যায্য দাবীতে বিএনপি-জোট সমাবেশ করলে বাঁধা অগণতান্ত্রিক। বাঁধা দিয়ে কখনো সমাবেশে লোক আনা থেকে বিরত রাখা যায়নি বরং সমাবেশে উপস্থিতি প্রত্যাশার তুলনায় বেড়ে যায়।২০১৫ সালের পল্টনে পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দিতে পারেননি বেগম জিয়া। তাঁর বাড়ির সামনে তখন ১৩ টি ইট ও বালির ট্রাক রাখা হয়েছিল। শুধু ৫ই জানুয়ারী ২০১৫ থেকে ৭ই মার্চ ২০১৫ পর্যন্ত ৩৭ বার বাঁধা দেয়া হয়েছিল বেগম জিয়ার দলকে। কত নেতা কর্মী গুম হয়েছে সঠিক হিসেব কষে লিখতে হবে।
এভাবে কী ২০৪০ পর্যন্ত টিকে থাকা যায়!! যায়না তো। তেল বিদ্যুত ও দ্রব্য মূল্যের লাগানহীন মূল্য সামাল দিতেই সরকার দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে। রিজার্ভ কমছে। কত দিন চলা যাবে এভাবে? আজ ওবায়দুল কাদের বললেন, ‘আপনারা দলটাকে বাঁচান। টাকাপয়সার লেনদেন—এগুলো বন্ধ করেন। কমিটি করতে টাকা লাগবে, এটা বিএনপির হতে পারে, আওয়ামী লীগ এ চর্চা করতে পারে না। টাকাপয়সা নিয়ে মনোনয়ন—এ চর্চা চিরতরে বন্ধ করতে হবে। এটা শেখ হাসিনার নির্দেশ।’জিনিসপত্রের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, মানুষের কষ্টও বেড়েছে। গরিব মানুষের কষ্ট, নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কষ্ট বলার ভাষা নেই। এদিকে তথ্যমন্ত্রী বলেন আরেক কথা - ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার করোনা মহামারি এবং বিশ্বে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশকে অনেক দেশের তুলনায় ভালোভাবে পরিচালনা করছে। সেই কারণে আমরা অনেক দেশের চেয়ে ভালো আছি।’
না আর লিখতে মন চায় না।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪২