আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে এর পিছনে দুইটি কারণ আছে।
১. রক্ত দানে ভীতি
আমরা রক্ত দানে ভয় পাই। কারণ রক্ত দানের সময় যে সুই শরীরে প্রবেশ করায় টা দেখতে বেশ মোটা । দেখলেই অন্তর আত্মা কেপে উঠে। মনে হয় এটা শরীরে প্রবেশ করালে জান বের হয়ে যাবে। সত্যিই কি তাই?
আমার নিজের অভিজ্ঞতা আপনাদের বলি। আমি প্রতিবারেই একুশে বই মেলায় যাই। এবং প্রতিবারেই ভাবি এবার রক্ত দান করবই করব। কিন্তু blood camp এর সামনে গেলেই আত্মা কাঁপতে থাকে। হাত পা অসার হয়ে আসে। পা যেন চলতে চায় না। তখন নিজের সাথেই ফাকি দেই। দুই দিন পর তো আসা হবে, তখন দেখা যাবে। সেই “তখন” আর আসত না। এই কাহিনী চলছিলো গত চার বছর ধরে। এবারের মেলাতেও সেই experience হতে যাচ্ছিল। দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি। কি যেন মনের ভেতর কাজ করছিলো আমি নিজেই জানি না। ঠিক করলাম আর না। এবার রক্ত দিবই। যা হবার হবে। quantum foundation সম্পর্কে ভাল ধারণা ছিল। তাই তাদের stall এর সামনে দাঁড়ালাম। একজন আমাকে বসাল আর ফর্ম ফিলাপ করতে দিল। ফর্ম ফিলাপ করার সময় অনুভব করলাম হাত কাঁপছে! পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর একজন এসে আমাকে বেড এ শুয়ে পরতে বলল। আমি তাই করলাম। ডাক্তার আমাকে ইজি হতে বলল। বুকের ধুক ধুক শব্দ শুনতে পারছিলাম। কিন্তু এ কি?? সই পুশ করা ৫ সেকেন্ড পর আমি বুজতে পারলাম যে সুই পুস করা হয়েছে । কোঁথায় pain কীসের pain। পিপড়া কামড়ের বাথও তো পেলাম না। বরং যেটা পেলাম সেটা হল অদ্ভুত এক অনুভূতি , যা শুধু অনুভব করা যায়, প্রকাশ করা যাই না।
তাই যারা আমার মত ভয় পান, আসুন তার রক্ত দেই। Trust me, there will be not a little bit pain.
২. রক্ত দানে অনীহা।
অধিকাংশ মানুষ এ কারণে রক্ত দিতে চায় না। কি দরকার, সময় নষ্ট, ভাল লাগে না, প্রচণ্ড বিজি এ সব তাদের অজুহাত। আর এ সুযোগে পেশাদার রক্ত দাতারা তাদের রক্ত বিক্রি করে। যাদের অধিকাংশ ড্রাগ আসক্ত। যাদের রক্তে থাকতে পারে এইচআইভি সহ ভয়ঙ্কর সব রোগের জীবাণু । তাই আসুন একটু সময় বের করে রক্ত দেই। বিশ্বাস করুন ভাল লাগবে। এক নতুন এক অনুভূতির সাথে পরিচয় হবে।
কোঁথাই দিবেন, কিভাবে দিবেন
আপনার জন্য বসে আছে অসংখ্য প্রতিষ্ঠান। যেখানে আপনি রক্ত দান করতে পারবেন। যেমন – সন্ধানী, quantum foundation। সন্ধানী সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। quantum foundation এর instrument তলনামুলক ভাল। চাইলে যে কোনটিতে যেতে পারেন।
Quantum foundation এর ঠিকানা
31/v, Shilpacharjo Zainul Abedin Sarak
Shantinoagar, Dhaka-1217
(Beside Eastern Plus Market)
Cell : 01714- 010869
যে সুবিধা গুলো পাবেন
• রক্তের গ্রুপ জানতে পারবেন
• আপনার শরীরে HIV, HBsAg, Anti –HCV , VDRL, TPHA, আছে কিনা টা জানতে পারবেন।
• আপনি যত ব্যাগ রক্ত দান করছেন তত ব্যাগ রক্ত ফেরত পাবেন আপনার দরকারের সময় (আশা করি কখন দরকার হবেনা-কে হাসপাতালে যেতে চায়????)
[আর এ সব একদম ফ্রি ফ্রি ফ্রি!!!!!!!!
আমি second time যাচ্ছি এ সপ্তাহেই। আপনি কবে যাচ্ছেন??????????
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১২ রাত ৮:১৪