সারিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না,কোথায় আছেন সারিকা ?
এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে বাংলানিউজে গত ১৯ নভেম্বর শনিবার একটি প্রতিবেদন প্রকাশের পর মিডিয়ায় শুরু হয় তোলপাড়। সবার মুখে একই প্রশ্ন, ‘কোথায় আছেন সারিকা’?
গুঞ্জন চলছিল আগেই, সেই আগুনে যেন ঘি ঢালা হয়। নানাজন বলতে থাকেন নানারকম কথা। পারিবারিকভাবে বলা হচ্ছে, সারিকা আছেন বিশ্রামে। এ মুহূর্তে অবস্থান করছেন উত্তরায় তার খালার বাসায়। সারিকার ঘনিষ্ঠ কেউ কেউ বলছেন, বাসা থেকে সারিকা রাগারাগি করে বেরিয়ে গেছেন। কেউ আবার বলছেন, সারিকার ঝামেলাটা তার বয়ফ্রেন্ড নিরবকে নিয়ে। তার সঙ্গে সারিকার সম্পর্ক ভেঙ্গে গেছে। নীরবকে দূরে সরাতেই তিনি আত্মগোপনে আছেন। কেউবা বলছে, সবার চোখে ধূলো দিয়ে সারিকা নতুন প্রেমিককে বিয়ে করে এখন কক্সবাজারে হানিমুন করছেন।
এদিকে গত ১১-১১-১১ ফেসবুকে ‘আজ বিয়ে করছি’ এমনই স্টেটাস দিয়েছিলেন সারিকা জাহান। অবশ্য ফেসবুকের এই অ্যাকাউন্ট ফেক হওয়ার সম্ভাবনায় বেশি। এর আগে উল্লেখিত তারিখে নীরবকে তিনি বিয়ে করবেন, এরকম গুঞ্জন শোনা গেলেও তারা দুজনই সেটি অস্বীকার করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, উল্লেখিত তারিখ থেকেই সারিকা মিডিয়ার কারো সঙ্গে কোনো ধরণের যোগাযোগ রাখেন নি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এইদিন বিকালেই সারিকা কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে যান। এরপর পরই তার দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরিবারের সঙ্গে এদিন থেকে তার আর কোনো যোগাযোগ নেই।
অবশ্য বাংলানিউজের কাছে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন সারিকার মা। তিনি বাংলানিউজকে বলেন, সারিকা নিখোঁজ থাকা খবরটি আমার কানেও এসেছে। গত কয়েক দিন ধরে সারিকার খবরাখবর জানার জন্য অনেকেই আমাকে ফোন দিচ্ছেন। আসলে গত দুই ঈদে একটানা কাজ করতে করতে সারিকা এখন ক্লান্ত। তাই বিশ্রামে আছে। বর্তমানের সে তার উত্তরার খালার বাসায় আছে।
মোবাইল ফোন বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে সারিকার মা জানান, একটি শুটিং স্পটে সারিকার মোবাইল পানিতে পড়ে যায় এবং মোবাইল সিম ব্লক হয়ে যায়। যার কারণে সারিকার মোবাইল বন্ধ আছে। তিনি বলেন, আমিই সারিকাকে এখনই নতুন সিম তুলতে বারণ করেছ। বিশ্রাম নেওয়া শেষ হলে তবেই সে নতুন সিম তুলবে। তাকে পাওয়া যাবে আগের নম্বরে। সারিকার মা আরো জানান, আগামী সপ্তাহ থেকেই সারিকা নতুন নাটকের শুটিং শুরু করবে।
সারিকা মায়ের উদ্বৃতি দিয়ে কিছু পত্রিকার সংবাদ প্রসঙ্গে সারিকার মায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না, এরকম কোনো কথা আমি বলিনি পুরোটাই বানোয়াট। এ পর্যায়ে বাংলানিউজ সারিকার উত্তরার খালার বাসার কারো ফোন নম্বর চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান এবং পরে ফোন দিতে বলেন। পরবর্তীতে তিনি আর ফোন ধরেন নি।
সারিকা খোঁজ নেওয়ার জন্য তার ঘণিষ্ঠ বন্ধু ও মিডিয়া জুটি নীরবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সারিকা ঠিক আছে। কয়েকটা দিন সে বিশ্রামে আছে। সারিকা নিখোঁজ থাকার বিষয়টি মোটেও সত্য নয়। শিগগির সে আবার কাজে ফিরে আসবে।
এদিকে কক্সবাজার থেকে একাধিক সূত্রে জানা গেছে, সারিকাকে কক্সবাজারে এক তরুণের সঙ্গে দেখা গেছে। তবে তার পরিচয় জানা যায় নি। এমনকি সারিকা খুঁজতে তার মাসহ পরিবারের সদস্য কক্সবাজার পর্যন্ত গিয়েছিল। সারিকাকে খুঁজতে তারা প্রশাসনেরও সহযোগিতা চায়। একটি সূত্র জানায়, সারিকাকে প্রশাসনের সহযোগিতায় কক্সবাজারের একটি হোটেল থেকে তার মা মাতাল অবস্থায় উদ্ধার করে ঢাকা নিয়ে গেছেন। বাংলানিউজের কক্সবাজার প্রতিনিধি জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ক্রেজ তৈরি করেন সারিকা। পরে মডেলিং থেকে আসেন অভিনয়ে। খুব অল্প সময়ের মধ্যে টিভিনাটকে তৈরি করেন চাহিদা। গড়ে তোলেনঅবস্থান। এইসময়ের তরুণ অভিনেতা থেকে শুরু করে সব বয়সী অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন সারিকা। গত দুই ঈদে সর্বাধিক সংখ্যক টিভিনাটকে অভিনয় করেন গ্ল্যামার-নির্ভর এই তারকা। ঈদের পর পরও একাধিক নাট্য-নির্মাতাকে সারিকার দেওয়া ছিল শিডিউল। সারিকা সত্যিই বিয়ে করেছেন কিনা জানা না গেলেও নিজেদের প্রডাকশন নিয়ে নির্মাতারা এখন উদ্বিগ্ন।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন