দেখতে দেখতে কতটা বছর পার হয়ে গেলো
প্রথম দেখার পর হাত ধরে পথ চলা
পাবলিক লাইব্রেরীর বারান্দায়, ক্যান্টিনে
একসাথে কতটা সময়, মনে হয়
কেমন করে পার হল এতটা সময়
আমাকে ছাড়া যে তোমার একটি দিন
কাটতো না, সে তুমি অবলীলায়
কাটিয়ে দিলে জীবন ভিন্ন পুরুষের সাথে
তবুও তুমি ছাড়া আমি একটি দিনও
কাটাতে পারিনি।