জাভায় তৈরি অসাধারণ এই রিডারটি দিয়ে মার্ট ও পিডিএফ দুটো ফরম্যাটের ই-বুকই পড়া যায়। অনন্য ইন্টারফেসের এই রিডারটিতে বাড়তি অনেক সুবিধা আছে যা অ্যাডোবি রিডারে নেই। হরিজন্টাল ও ভার্টিকাল- এ দুরকম ভিউতেই ই-বুক পড়া যায় এতে। পাশাপাশি রয়েছে ফ্লিপিং ভিউ, যেটা ব্যবহার করলে কাগজের বইয়ের মতো পাতা ওল্টানোর অনুভূতি হয় পড়ার সময়টাতে।
এবার মার্টভিউয়ের ইন্টারফেসের চেহারাটা দেখুন:

দারুণ। না? অ্যাডোবি রিডারকে এর পাশে পানসেই মনে হবে।
মার্টভিউতে ডিফল্টভাবেই ফুলস্ক্রিনে ই-বুক প্রদর্শিত হয়। তাছাড়া, ctrl ও + অথবা – চেপে পৃষ্ঠাগুলো জুম করে ছোট-বড় করার পদ্ধতিটাও এতে বেশ সুবিধাজনক। তবে মার্টভিউয়ের সবচেয়ে বড় সুবিধাটা হলো অসংখ্য বিনামূল্যে ডাউনলোডযোগ্য বইয়ের বিশাল ভাণ্ডার (যেগুলোর অধিকাংশই মার্ট ফরম্যাটের ই-বুক)। মার্টভিউয়ের মেনুতেই ডাউনলোড করার উপযোগী পত্র-পত্রিকার তালিকা ও সেগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেখার সুযোগ রয়েছে। ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় পছন্দের পত্রিকাটি নির্বাচন করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই সেটি ডাউনলোড হওয়া শুরু হবে। উল্লেখ্য, ই-বুকের ফরম্যাট হিসেবে মার্ট কিন্তু কোনো অংশেই পিডিএফের চেয়ে কম নয়, বরং আকারের দিক দিয়ে মার্ট ফাইল পিডিএফের চেয়ে ছোট অথচ গুণগত মানের বিচারে শ্রেষ্ঠতর।
Click This Link -এই লিংকটিতে গিয়ে ২২ মেগাবাইট আকারের মার্টভিউ সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়া যাবে। তবে কম্পিউটারে যদি জাভা ইনস্টল করা না থাকে, তবে মার্টভিউ ইনস্টল করার সময় স্বয়ংক্রিয়ভাবে জাভাও ইনস্টল হয়ে যাবে (ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায়)।
বিশেষ দ্রষ্টব্য ১ | মার্টভিউয়ের যে ডাউনলোডযোগ্য ম্যাগাজিনের ভাণ্ডারের কথা লিখেছি, সেটা কিন্তু আসলেই বিশাল ও দুর্লভ। এবং রুচিশীলও। রাজনীতি, কম্পিউটার, ডিজাইন, ফ্যাশন, যৌনতা, খেলা, কমিক্স, নারী, প্রযুক্তি- এমন কোনো বিষয়ই পাওয়া যাবে না, যে-বিষয় সম্পর্কিত পত্র-পত্রিকা ওখানে নেই। ই-বুক রিডার হিসেবে মার্টভিউকে যদি পছন্দ না-ও হয়, শুধু এই পত্রিকাগুলোর লোভেও সফটওয়্যারটি ইনস্টল করা যেতে পারে। মার্টভিউ ইনস্টল করা না থাকলে এই পত্রিকাগুলো ডাউনলোড করার বিকল্প কোনো সুযোগ নেই যে!
বিশেষ দ্রষ্টব্য ২ | মার্টভিউয়ের মাধ্যমে পিডিএফ থেকে মার্ট-এ ফাইল কনভার্সনের সুযোগও আছে। ইচ্ছে করলে আপনিও মার্টভিউয়ের স্টকে আপলোড করতে পারেন আপনার সংগ্রহের ই-বুক।
বিশেষ দ্রষ্টব্য ৩ | তবে আপনার পিসিটি যদি আদ্যিকালের কোনো-মতে-চলা একটি যন্ত্রদানব হয়, তা হলে তাতে মার্টভিউ ইনস্টল না করাই বুদ্ধিমানের কাজ হবে, কেননা সেক্ষেত্রে বেশ ধীরগতিতে কাজ করবে মার্টভিউ।
বিশেষ দ্রষ্টব্য ৪ | কেউ কেউ ভাবতে পারেন শিরোনামে রথ দেখা ও কলা বেচার সঙ্গে বেচারা মার্টভিউকে কেন শুধু শুধু জড়ালাম! আসলে রথ দেখা বলতে বুঝিয়েছি মার্ট ও পিডিএফ ফাইল দেখা-পড়া-ডাউনলোডিং; কলা বেচা হলো আপনার সংগ্রহের ফাইলগুলো আপলোড করা। দুটোই অবশ্য এক্ষেত্রে বিনামূল্যে হবে!
জয়তু, মার্টভিউ।