ভাইগ্না ভাগ্নিদের চাপের মুখে পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দরকার। কারো জানা থাকলে দয়া করে উত্তরগুলো জানাবেন?
১. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের আওতায় ছিল?
২. বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্স ময়দানের ভাষণটিকে আব্রাহাম লিঙ্কনের কোন ভাষণটির সাথে তুলনা করা হয়?
৩. স্বাধীনতা অর্জনকালে আমাদের দেশের মাথাপিছু আয় কত ছিল?
৪. শুন্যস্থানে কোন শব্দ বসালে সবচে পরিপূরক হবে?
স্বাধীনতা একটা আশা, একটা আঙ্ক্ষার পরিপূরণ, একটা____________বাস্তবায়ন, স্বাধীনতা একটা অর্জন।
৫. সাধারণত একটি দেশ কখন স্বাধীনতার স্বপ্ন দেখতে থাকে?
৬. একতটি দেশ স্বাধীন হলে সর্বপ্রথম ও সর্বপ্রধান কোন বৈশিষ্ট লক্ষ করা যায়?