আপনি নিখাদ ইংরেজী বলুন
আপনাকে বোকা বললেও মনে মনে বলবো ।
আপনি খাঁটি হিন্দি বলুন
আপনাকে পাগল বললেও আপনার অনুপস্থিতে বলবো ।
আপনি শুধু উর্দু বলুন
বমি করলেও বেসিনে করবো ।
বাংলার সাথে ঐসব শব্দকে মিশিয়ে জগাখিচুরি পাকিয়ে আমার মায়ের ভাষাকে অপমান করবেন না ।
কিভাবে ? মায়ের অঙ্গহানী বস্রহানী সম্ভ্রমহানী বরদাশত করেন ? জানি করেন না । মাতৃভাষা জন্মভূমি মায়ের মতই । বাংরেজী বান্দি বা বার্দু শুনলে অন্তরে ঘা লাগে । বাংলা ভাষা কি সম্পূর্ন নয় ? আপনার সব অনুভুতি কি বাংলায় প্রকাশ করা যায় না ? কেনো ঐসব ভাষা থেকে শব্দ এনে ভাষা দূষন করতে হবে ? এতে কি বাংলার মৌলিকতা নষ্ট হয় না ?
বাংলা ব্যাকারণে পাঁচ প্রকার শব্দের মধ্যে এক প্রকার আছে বিদেশী শব্দ । ওটার ব্যাপারে কিছু বলছি না । বলছি না টেবিল চেয়ার চিনি কিংবা চা এর বাংলা প্রতিশব্দ খুজতে বা তৈরি করতে । যেটা বাংলায় স্থান করে নিয়েছে ঐটা বাংলা শব্দই । কিন্তু তার মাঝে হিন্দি বা উর্দু বাক্য ব্যবহার , ইংরেজি ক্রিয়ার অনুপ্রবেশ বলতে যতই ভালো লাগুক , শুনতে ততই খারাপ লাগে ।
ফেব্রুয়ারি মাস । বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদরা বুক পেতে দিয়েছিলো মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য । বুলেটের কাছেও হার মানেনি । প্ল্যাকার্ড হাতে স্লোগান মুখে বুক পেতে দিয়েছিলো বন্দুকের নলের সামনে । তাদের ত্যাগকে অস্বীকার করেন ? লজ্জা লাগে না ? সারাবছর বাংলা ভাষাকে ধর্ষন করে ফেব্রুয়ারিতে বই মেলায় যেতে ? একুশ তারিখ শহীদ মিনারে ফুল দিতে ? 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি' গান গাইতে ?
জানি মনে থাকে না । দয়া করে একটু মনে রাখবেন ।