ভেক্টর রাশিগুলো মনে রাখার উপায়-
ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে
ভরবেগ বেগ সরণ বল পৃষ্টটান ওজন ত্বরণ মন্দন ভ্রামক সান্দ্রতা প্রাবল্য মহাকর্ষীয় বল
বিদ্যুত পরিবাহী পদার্থের নাম মনে রাখার উপায়
মামা পাপা এস ধাক্ষা
মাটি মানবদেহ পারদ পানি এসিড সবজি ধাতু ক্ষার
আচ্ছা এবার একটি সহজ প্রশ্ন
আমরা জানি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য ।
কিন্তু আমরা এও জানি
g = GM/R^2
এ সূত্রানুসারে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান অসীম (আসলে অসংঙ্গায়িত) যেহেতু পৃথিবীর কেন্দ্রে R = 0 ।
আসলে ঘটনাটি কি? একটু চিন্তা করেন