-কি ভাই কেমন আছেন ?
-জি ভালো।
-ইলেকশন তো এসে গেলো।
-হ্যা, ইলেকশন তো আসবেই।
- া কি চিন্তা করলেন।
-কিসের চিন্তা?
-না এবারে কাকে ভোট দেওয়া যায় ?
-কেনো? যারা আমাদের দেশের উন্নয়ন করবে। সৎ, যোগ্য, শিক্ষিত এক কথায় ভালো মানুষকে।
সৎ, যোগ্য, শিক্ষিত এক কথায় ভালো মানুষকে! কিন্তু আমরা তাদের কে তো ভোট দেই না। কেন?
আমরা মুখে বলি এক কাজে করি এক। ভোট দেয়ার সময় মার্কা দেখেই ভোট দিব।
আরে ভাই ভোটটা কি পচাবো নাকি ?