সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। তাই বলে এরকম মৃত্যু? এই রকম নাটকীয়তা?
এরকম মৃত্যুও হয়। আজব হলেও এগুলো কিন্তু গুজব নয়। ইতিহাস হয়ে আছে এর সাক্ষী।
কঙ্কালের হাতে খুন:-
************
পর্তুগালের বিখ্যাত চিত্রশিল্পী পিটার পিউটেমেইন (Pieter Peuteman) নিহত হয়েছিলেন কঙ্কালের হাতে ১৬৯২ সালের ১৮ সেপ্টেম্বর তারিখে।
শিল্পীর ছবি আকায় মরেছিল একটি নরকঙ্কাল। তিনি সেদিন রাত্রে সবিস্ময়ে দেখলেন, তার হাত দুয়েক দূরে ঝুলানো কঙ্কাল নড়ে উঠল ভীষণভাবে। তারপর এটা এসে হিংস্রভাবে ঝাপিয়ে পড়ল ঠিক তারই উপর। এতে তিনি হার্টস্ট্রোক হয়ে মারা যান। তবে প্রকৃতপক্ষে ঐ সময় হচ্ছিল প্রচন্ড ভূমিকম্প। আর তাতে কঙ্কাল দুলে উঠে এবং পুরনো রশি খুলে ওটা পড়ে শিল্পীর উপর। এতে তিনি ভয় পেয়েছিলেন প্রচন্ডভাবে।ফলে তার হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মারা যান।
হাসতে হাসতে মৃত্যু;-
*************
প্রাচীন গ্রীসে ফিলোমোন (খৃঃপূঃ৩৬০-২৬৩) নামে এক কবি ছিলেন। তার মৃত্যু হয়েছিল
অদ্ভূতভাবে। হাসতে হাসতে অবশ্য তিনি নিজেও ছিলেন হাস্যরসাত্নক একজন মানুষ।
একদিন দুপুরে তিনি খাবার খেতে বসবেন। খাবার দেওয়া হয়েছিল টেবিলে। তিনি হাত মুখ ধুতে গেছেন বাথরুমে। ফিরে এসে দেখলেন বাইরে থেকে জানালা দিয়ে মাথা ঢুকিয়ে একটি গাধা তার খাবার সাবাড় করে ফেলেছে। এই কান্ড দেখে ক্ষুধার্ত ফিলোমোনের প্রচন্ড হাসি পেল এবং সেই হাসি আর থামলোই না। শেষে সেই হাসতে হাসতেই তিনি মৃত্যুবরণ করেন।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৭