ইতিহাস খ্যাত ট্রয় যুদ্ধের কথা সকলেই জানে। ট্রয় যুবরাজ প্যারিস যখন গ্রীকদের রানি স্পার্টার রাজা মেনেলাসের সুন্দরী স্ত্রী হেলেনকে অফরণ করে তখন প্রতিশোধ স্বরুপ দশ বছর ধরে গ্রীকরা তাদের রাজা মেনেলাসের ভাই আগামেমননের নেতৃত্বে ট্রয় অবরোধ করে রাখার পর জন্ম দেয় করুণ কাহিনী। গ্রীক পুরাণে ও হোমারের মহাকাব্য "ইলিয়াড" ও "ওডিসি"র কিছু কিছু জায়গায় এ ভয়ানক যুদ্ধের কাহিনী লিপিবদ্ধ আছে।এই যুদ্ধে গ্রীক পক্ষে গ্রীকদের সকল বিপদ আপদে যেমন মার্মিডনের রাজা বীর একিলিস সহায় হয়ে উঠেছিল তেমনি ট্রয়দের পক্ষেও সহায় হয়েছিল তাদের রাজা প্রায়াম এর সবচেয়ে বড় পুত্র বীর হেক্টর। কিন্তু এই যুদ্ধের জয় পরাজয় শুধুমাত্র তাদের উপর নির্ভর করেনি।উভয় পক্ষের বহু বীর নিজ নিজ পক্ষকে জয়ী করার জন্য অনেকবার চেষ্টা করেছে। বিশেষত যুদ্ধের নবম বছরে যখন একিলিস এর বন্দিনী ব্রিসেইসকে জোর করে আগামেমনন কেড়ে নেন তখন
একিলিস ক্ষিপ্ত হলে যুদ্ধ থেকে নিজেকে ছাড়িয়ে নিলে ভয়ানক বিপদে পড়ে গ্রীকরা। আর গ্রীকদের এই বিপদের সময় ট্রয় যুবরাজ হেক্টর ও তার ভাই ঈনিস ছাড়াও আরও যে একজন যুদ্ধকে ট্রয়দের পক্ষে নিয়ে যাবার জন্য যুদ্ধ করেন তিনিই সার্পেডন।
জন্ম:- গ্রীকদের দেবরাজ জিয়াসের এক পুত্র। যদিও দেবরাজ জিয়াসের পুত্র(হেরাকলসের)পুত্র নিপোলিমাসের মতে,যারা বলে সার্পেডন জিয়াসের ঔরসজাত তারা মিথ্যাবাদী, কেননা জিয়াস পুত্রদের সঙ্গে আকৃতির দিক হতে কোনো সাদৃশ্যই নেই তোমার।
যেখান হতে ট্রয়দের পক্ষে যুদ্ধে আগমন:-এশিয়া মাইনরের দিকে অবস্থিত ট্রয়ের অন্যদিকে জ্যানথিয়াস নদীর উজান বেয়ে লাইসিয়া নগরী থেকে সার্পেডন ভাই গ্লকাসকে নিয়ে ট্রয়দের মিত্ররুপে যুদ্ধে যোগ দেয়।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২৬