রসের হাঁড়ি দিচ্ছে নোটিশ
তাক ধুমাধুম ধুম,
কানটা খোলো চোখটা মেলো
ভাঙ্গো সবাই ঘুম!
সু্প্রিয় ভাই ও বোনেরা,
রসের হাঁড়ি ইদানীং লক্ষ করছে যে, কিছু অদ্ভুত রুচিসম্পন্ন লোক সামহোয়ারে প্রবেশ করেছে, যারা আমাদের পাঠকদের বিভিন্ন নিকনেমের সঙ্গে মিল রেখে নিক নাম রেজি: করছে এবং বিভিন্ন আপত্তিকর ছবি তারা ব্যবহার করছে এবং বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে যাচ্ছে!
এসব নকল নিক ব্যবহারকারী আসল নিক ব্যবহারকারীদের ভাবমুর্তি নষ্ট করছে এবং ব্লগের পরিবেশ নষ্ট করছে!
সম্মানিত পাঠক সম্প্রদায়ের প্রতি অনুরোধ, যেসব আপত্তিকর নিক এবং নকল নিক দেখা যাচ্ছে তাদেরকে সবাই মিলে ব্লক করা হোক এবং তাদের কমেন্টগুলো ডিলিট করা হোক!
পৃথিবীর আবর্জনা পরিস্কারের মাধ্যমে যেমন পৃথিবীর পরিবেশ সুন্দর করা যায়, তেমনি এসব আবর্জনাগুলো পরিস্কারের মাধ্যমে ব্লগের পরিবেশটা সুন্দর করা যায়!
এ ব্যাপারে সবার মন্তব্য জানতে চাই!!!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫১