ব্লগার কবি নঈম জাহাঙ্গীর নয়ন ভাই আমাদের মাঝে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নয়ন ভাইকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। উনার সঙ্গে আমার ফেসবুক আইডিতে এড আছে। আজই প্রথম ফেসবুকে শায়মা আপুর পোস্ট থেকে জানতে পারলাম নয়ন ভাই আমাদের মাঝে নেই।
ফেসবুক থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় উনার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার শেরপুরে। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল টেকার কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। নয়ন ভাইয়ের এক সহকর্মী যার সামনেই তিনি মারা যান তার কাছে আমি জানতে চেয়েছিলাম তিনি কিভাবে মারা যান তার প্রতি উত্তরে তিনি লিখেছেন
# খুব সকলে তার গ্যাস এর ব্যাথার কারনে একটু আওয়াজ করছিল,আমিও ঘুমে ছিলাম,আওয়াজ শুনে উঠে বললাম ভাই বেশি ব্যাথা হচ্ছে?হমম বলে খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় পাকার মাঝে শুয়ে পরে,তারপর আমি বললাম ভাই খালি গায়ে শুয়ে পরলে ত আরও খারাপ লাগতে পারে,সে বলে না লাগবে না পারলে একটু আমার হাত পা টিপে দে,আমি তার হাত পা টিপতেছি সে বলল এখন একটু ভাল লাগতেছে,আর খেয়াল করে দেখলাম শরীর কেমন জানি বরফের মত ঠান্ডা লাগছে,আমি ৯৯৯এ কল করি এম্বুলেন্স এর জন্য,তারপর আমার রুমের আরও কিছু ছোট ভাইদেরকে ডাক দিলাম তারাও আসল,হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু বলে ঘোষণা দেয় ডক্টর#
নয়ন ভাই গান চমৎকার গান গাইতেন কবিতা লিখতেন, উনার নিজের একটি ফেসবুক পেজ ছিল নঈম জাহাঙ্গীর নয়ন নামে। প্রতিটি কবিতা, গান, ফেসবুক স্টাটাস সর্বত্রই ছিল মৃত্যু ও বিষাদের ছায়া। শুনেছি মানুষ তার মৃত্যুর আগে বুঝতে পারেন নয়ন ভাইয়ের ক্ষেত্রে তেমনটি দেখা যায়।
সামু ব্লগে তিনি একজন একটিভ ব্লগার ছিলেন। ব্লগে বিভিন্ন ইস্যুতে উনার সঙ্গে অনেকেরই হয়তো মতানৈক্য হতে পারে, সেগুলো আশাকরি কেউ মনে রাখবেন না। আল্লাহ নয়ন ভাইকে বেহেশতে নসীব করুন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:৩৬