আগের পোস্ট
শুভেচ্ছা ব্রিটেনের সব দর্শকদের যাদের ভালোবাসায় আমরা মুগ্ধ .....। সব কৃতিত্ব শাবিপ্রবি , সরকারী কলেজ, এম সি র প্রাক্তন ছাত্রছাত্রীদের যারা ব্রিটেনের আনাচে কানাচে অরগানাইজ করেছে ।মাত্র ৪ ঘন্টায় বিশ লক্ষ টাকা যোগাড় হবে আসলে আমি নিজেও ভাবিনি ।যাক শেষ পর্যন্ত পারলাম ।
অনুষ্টানের একদিন পরে ও অনেকে ফোন করে জানতে চেয়েছেন টাকা জমা হয়েছে কিনা ব্যাংক এ ।আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা । কৃতজ্ঞতা জানাচ্ছি ব্রিটেনের সেই সব মহানুভব ডাক্তার ভাইদের প্রতি যারা অপুর চিকিৎসার ব্যাপারে প্রত্যক্ষ মনিটরিং করার আগ্রহ দেখিয়েছেন ......
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৩২