যা নেই, তবুও কাছে আছে
তাকে আমি ভালবাসা বলেই জানি।
আমি আনন্দিত হব ভেবেই সেদিন আকাশটা ঝরছিল।
কাছাকাছি মুখোমুখি তারা দুইজন
মেঘ কালো আকাশ আর কৃষ্ণচূড়া
চোখের জলে ভাসাই চোখের পাতা
কৃষ্ণচূড়া হাতে বলেছিলাম,
বলেছিলাম ভালোবাসি।
কৃষ্ণচূড়া রীতিতেই ফিরে আসি বারবার
এসো আলিঙ্গনে
সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে ছোঁব
মুগ্ধতার গল্পটা শুরু হয়নি এখনো……