‘একাত্তরে ফরিদপুর’ সম্পর্কিত তথ্য চাই
ফরিদপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক তথ্য সংগ্রহ করছি। ফরিদপুর মানে একাত্তর সালে যে পরিধি ছিল, অর্থাৎ তৎকালীন ফরিদপুর, গোয়ালন্দ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা, বর্তমানে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মুক্তিযুদ্ধের সমন্বিত ইতিহাস লিখতে চাই।
2007 সা্লে আমি লিখেছিলাম ‘মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ’ নামের একটি গ্রন্থ। ওই গ্রন্থের বেশকিছু তথ্যঘাটতিও পূরণ করতে চাই। আশা করি সকলের সহযোগিতা পাব। আপনার জানা ঘটনা, তথ্যসূত্র, দলিল, আলোকচিত্র পাঠালে যথাযথ স্বীকৃতিসহ প্রয়োগ করার চেষ্টা করব। ‘মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ’ গ্রন্থ প্রকাশের পর যে প্রতিক্রিয়া হয়েছে, তা আমার জন্য প্রেরণাদায়ক বিবেচনা করছি। ভাবছিলাম, এ ধরনের কষ্টকর কাজ আর করব না। কারণ, একটি জেলার উপর শ’দুয়েক পৃষ্ঠা রচনা করতে গেলে সকল তথ্য তুলে আনা যায় না। আনা সম্ভবপর হয় না। তার চেয়ে না লেখাই ভাল। কিন্তু সমালোচনার ভয়ে চুপ করে বসে থাকলেও চলে না। তাই সকলের সমালোচনাকে গ্রহণ করেই আমি আরো বিস্তৃত পরিসরে কাজ করতে চাই। আশা করি সকলের সহযোগিতায় শ’তিনেক পৃষ্ঠায় ‘একাত্তরে ফরিদপুর’ সম্পর্কিত একটি গ্রন্থ রচনা করতে পারব।
এই ঘোষণাটি ফরিদপুরের বন্ধুদের কাছে পৌঁছে দিলে খুশি হব।
আমার মেইল: [email protected]
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৫