নিষিদ্ধ হতে এসেছি
মানুষে গড়া সভ্যতায় বিশ্বাস নেই,
আরাধনা করি প্রেমের
আমার ঘাড়ে ঈশ্বরের অভিশাপ।
নিষিদ্ধ ঘরে আলো ফোটাই
সর্বাধিক প্রচারিত দৈনিকে মুতু করি,
জনপ্রিয় বক্তা আমাকে অন্ধকার দেখায়
আমি অপ্রচলিত অচল প্রেমের লোক,
সর্বজন গৃহীত প্রথায় আমার অবিশ্বাস
যেহেতু মানুষে গড়া সভ্যতায় মানুষ মরে।
বহুল আলোচিত রাজনীতিতে বিবেক বেচা হয়
ক্ষমতার বাজার ভাল, ঈশ্বরের চড়া দাম যায়
তাই নেমে আসে মানুষের নির্বাসন।
নিষিদ্ধ কবিতা জন্ম দেয় যারা
তারা ঈশ্বরের কৃপা পায় না,
আমি নিষিদ্ধ হতে এসেছি
মানুষে গড়া সভ্যতায় বিশ্বাস নেই।
২০.০২.১৭