খুব বেশি কি আগের কথা? কত দিনই বা হবে? ১০ বৎসর....বা আরও হয়তো বছর খানেক বেশি.......এরই মাঝে জীবনের কতটাই পরিবর্তন.....শুধুই কি আমার জীবন???.... নাহ....শুধু আমারই না, চারিপাশের সবকিছুই আজ অসম্ভব সব পরিবর্তন নিয়ে আজ দাঁড়িয়ে....
আজ ঈদের চাঁদ রাত...ঈদের প্রতীক্ষায় থাকা আনন্দ ও উদ্দীপনায় ভরা একটি অনন্য রাত...ঈদের থেকেও চাঁদ রাতের উচ্ছ্বাটা আরও অনেক বেশি ছিল আমার কাছে...হয়তো সকলের কাছেই এই অনুভূতিটা একই রকম....ঈদের দিনের আনন্দটা তো বাঁধা,সেটা আসবেই...কিন্তু সেটা কবে হবে তা জানার জন্য রোজার শেষের দিকে যে চাপা উত্তেজনা তার অনুভূতিটা অন্যরকম...তাইতো ২৯ রোজার শেষে ইফতারের পরই সকলেরই মনে একই জিজ্ঞেসা...ঈদের চাঁদ কি ঊঠেছে??? কাল কি ঈদ হবে??? সকলেরই একবার হলেও ইচ্ছে হয় আকাশের মাঝে খুজতে ঈদের চাঁদকে......
কিন্তু আজ এক নগরজীবনের রাশি রাশি হাইরাইজ বিল্ডিং এর মাঝে কোথায় দেখা যায় পশ্চিমের আকাশ!!! আর কোথায়ই বা দেখা মেলে ঈদের চাঁদের??? ঈদের চাঁদ এখন খোজ মেলে চাঁদ দেখা কমিটির ঘোষনায় আর স্যাটেলাইট টিভির ব্রেকিং নিউজে...হায় আমাদের ঈদের চাঁদ দেখা!!! হায় আমাদের চাঁদ রাতের আনন্দ...কেউ কি বলতে পারবেন আজ কেউ ঈদের চাঁদ দেখেছেন কিনা? কিংবা শেষ কবে ঈদের চাঁদ দেখে ঈদ পালন করেছেন? চাঁদ রাতের আনন্দ কী আর চাঁদ না দেখে হয়!!!
নাহ!!! আমার না হলেও চাঁদ রাতের আনন্দ এখনও হয়...তবে এ আনন্দ আজ ঝকঝকে আলোয় উজ্জ্বলিত বহুতল শপিং কমপ্লেক্সে আর মোবাইল ফোনের এসএমএস-এ...
জীবন সবসময়ই পরিবর্তনশীল... আর এটাই জীবনের কঠিন বাস্তবতা....
******(আজাইরা প্যাচাঁলে সবার চাঁদ রাতের আনন্দে বাগড়া দেয়ার জন্য দূঃখিত ও সবাইকে ঈদের শুভেচ্ছা...ঈদ মোবারাক)
*******আমার কমেন্ট ব্যান , আর পোস্টও প্রথম পাতায় আসবে বলে মনে হয়না, তাই কেউ না পড়ারই সম্ভাবনা বেশি...আর কেউ পড়লেও ও কষ্ট করে কমেন্ট দিলেও আমি কমেন্টের রিপ্লাই দিতে পারবো না...
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৩