আজ আমার কলম, কিবোর্ড কোনোটাই থামবার নয়। আমার ভাষা কোষা মুক্ত তরবারীর মতো। উত্তাল সাগরের ঢেউ এর চেয়ে শক্তিশালী আমার আমার এক এক টা শব্দের জোয়ার। বাংলা ভাষার এক একটি বর্নমালাতে আমি আজ কেরোসিন ঢালছি, তাতে আগুন ধরাবো বলে। সে আগুন আমি ছরিয়ে দিব বিভি্ন্ন মাধ্যমে, ব্লগে ফেসবুকে, এখানে ওখানে সব খানে।আমার অন্তরের তীব্র্য ঘৃনা আর ক্ষ্রোভ থেকে নিংরিত এক একটা শব্দ গোলা স্লোগান হয়ে ট্যাংক আর কামান রপে ঘুরে বেরাচ্ছে রাজপথে ।

আমার ব্যাবহৃত নিরিহ বর্নমালা গুলো যেনো তোর দিকে ছুরে মারা এক এক টি গ্রেনেড।আমার শান্ত নিরিহ কলমটা যোনো এক দুর্ধর্ষ একে ফরটি সেভেন, এক একটা বর্ন গুলিতে ঝাজরা হয়ে যাবি তুই। মারামারি, হানা হানি, রক্তারক্তি বিহিন এ আমার নিরিহ প্রতিবাদের ভাষার যে এতো ক্ষমতা ! তোর কো্নো ধারনাই নেই।
ইতিহাস কোনো দিন কাউকে ক্ষমা করেনা করবেওনা, বেইমান কোনো দিন পার পেতে পারেনা । আর বেইমানের কোনো ধর্ম নেই।
তাই তোর ক্ষমা নেই............কারন তুই রাজাকার .......তুই রা্জাকার ......
জয় বাংলা....জয় হোক বাংলার মানুষের ।