
হাততালি কেন দেই - আমরা সবাই তা জানি। খেয়াল করে দেখেছেন কখনো-আমরা কতক্ষণ হাততালি দেই? আচ্ছা, কতক্ষণ করতালি দেওয়া সম্ভব বলে মনে করেন? একটানা ১০ মিনিট, বড়জোর ১৫ মিনিট। কিন্তু একটানা করতালি দেবার রেকর্ডটা কত জানেন? মাত্র ১ ঘন্টা ২০ মিনিট! অবাক হচ্ছেন, হবারই কথা। তার আগে আসুন জেনে নেই-করতালির ইতিহাস।
প্রাচীন রোমে শিল্পীদের নৈপুণ্য প্রদর্শনের পরে উৎসাহিত করাটা ছিল রেওয়াজ। রোমান থিয়েটার এ- নাটকের শেষে অভিনেতা যখন বিদায়বাণী উচ্চারণ করতো, তখন একজন পেইড লোকের তত্ত্বাবধানে সবাই একত্রে হাততালি দিত। এই রেওয়াজ এখনো চালু আছে, তবে পেইড লোকের চল নেই বলেই মনে হয়।
এখন শুনুন প্লাসি্দো ডোমিনগো ‘র কথা। স্প্যানিশ এই ভদ্রলোক পেশায় একজন অপেরা শিল্পী। এই ভদ্রলোক ১৯৯১ সালে "ভিয়েনা স্ট্যাটসপার" নামক এক অপেরা হাউসে ওটেলো (Otello ) নামের এক অপেরাতে পারফর্ম করে টানা ১ ঘন্টা ২০ মিনিট করতালি পেয়েছেন! এটিই এ যাবৎকালের সর্বোচ্চ। আর হ্যাঁ, করতালির ঘটনাটা সাজানো ছিলোনা।
করতালির আর একটা ঘটনা আছে, সেটি দুখঃজনক। করতালি পেয়ে মানুষের মৃত্যুও হয়েছে!! সেই ঘটনা না হয় আরেকদিন বলা যাবে।
ছবিঃ উইকিমিডিয়া কমন্স থেকে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৮:৩২